Market
১৫ বছর পর এই প্রথমবার। আরব দেশগুলিতে খাদ্য সরবরাহে ব্রাজিলকে ছাড়িয়ে গেল ভারত। মঙ্গলবার রয়টার্সকে আরব-ব্রাজিল চেম্বার অফ কমার্সের দেওয়া তথ্য অনুসারে, ২০২০ সালে করোনা মহামারী বাণিজ্য প্রবাহকে ব্যাহত করার কারণে ভারত ১৫ বছরে প্রথমবারের মতো আরব দেশগুলিতে খাদ্য রফতানিতে ব্রাজিলকে টপকে গেল।
ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের মধ্যে একটি হল আরব৷ কিন্তু গত বছরে করোনা মহামারীর কবলে পড়ে অনেক কিছুর হিসাব বদলে গিয়েছে৷
উল্লেখ্য, গত বছর ২২ লিগের সদস্য দেশগুলির দ্বারা আমদানি করা মোট কৃষি বাণিজ্য পণ্যের ৮.১৫ শতাংশ ছিল ব্রাজিলের দখলে, যেখানে ভারত সেই বাণিজ্যের ৮.২৫% দখল করে নিয়েছে৷ যার ফলে ব্রাজিলের গত ১৫ বছরের সুবিধা শেষ করে দিয়েছে।
প্রতিযোগিতা থাকা সত্ত্বেও, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং আর্জেন্টিনার মতো অন্যান্য রপ্তানিকারক দেশগুলির প্রথাগত জাহাজ পথে ব্যাঘাতের জন্য ব্রাজিল তার জমি হারিয়েছে ভারতের কাছে।
চেম্বারের মতে, সৌদি আরবে ব্রাজিলের চালান পৌঁছতে সাধারণত একমাস সময় লাগে। যদিও বর্তমানে সময় লাগছে ৬০ দিন পর্যন্ত। ভৌগলিক সুবিধা থাকায় ভারত থেকে ফল , শাকসবজি , চিনি, শস্য এবং মাংস এক সপ্তাহের কম সময়ে পাঠানো সম্ভব হচ্ছে ।
চেম্বারের তথ্য অনুযায়ী, আরব লীগে ব্রাজিলের কৃষি রপ্তানি গত বছর মাত্র ১.৪% বেড়ে দাঁড়িয়েছে ৮.১৭ বিলিয়ন ডলারে। এই বছরের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে, লজিস্টিক সমস্যা কমে যাওয়ায় মোট বিক্রি হয়েছে ৬.৭৮ বিলিয়ন ডলার, যা ৫.৫% বেড়েছে ৷
মহামারী চলাকালীন চিনের নিজস্ব খাদ্য তালিকা বাড়ানোর চাপও আরবদের সঙ্গে ব্রাজিলের কিছু বাণিজ্যকে ঠেলে সরিয়ে দিয়েছে ,যার ফলে বিকল্প সরবরাহকারীদের সন্ধান করার সময় সৌদি আরবের মতো নেতৃস্থানীয় দেশগুলি দেশীয় খাদ্য উৎপাদনের প্রচার চালাতে থাকে।
ব্যুরো রিপোর্ট