Market
আগামী বছরের শেষেই হয়ে যেতে পারে ভারত অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি। যা এই দুটি দেশের বাণিজ্যের পথ আরো অনেকটা মসৃণ করবে। কমপ্রিহেনসিভ ইকোনমিক কো-অপারেশন এগ্রিমেন্টের মাধ্যমে এই গোটা প্রকল্পটি বাস্তবায়িত হবে। ভারতের শিল্প এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, ভারত এবং অস্ট্রেলিয়া বাণিজ্য চুক্তির ব্যপারে খুব দ্রুত কাজ শুরু করতে চলেছে।
গত বছর এই দুটি দেশের মধ্যে ব্যবসার অঙ্ক পৌঁছেছিল ১৭০০ কোটি মার্কিন ডলার মত। ভারত মূলত রপ্তানি করেছিল সোনার গয়না, হিরে, ওষুধ এবং পেট্রোলিয়াম জাত পন্যের মত বিভিন্ন সামগ্রী। পরিবর্তে আমদানি করে অ্যালুমিনিয়াম, কয়লা, এলএনজি। জানা গিয়েছে, এই বছরের শেষের দিকে বাণিজ্য চুক্তি হয়ে যেতে পারে।
অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী ড্যান তেহান পন্য, বিনিয়োগ, লজিস্টিকের মত বিষয়কে এই চুক্তির মধ্যে ঢোকাতে আগ্রহী। আর চুক্তি হয়ে গেলে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ব্যবসা আরো অনেকগুণ বৃদ্ধি পাবে। কর্মসংস্থান থেকে অর্থনীতি দুয়েরই উন্নতি হবে অনেকটাই।
ব্যুরো রিপোর্ট