Daily

‘মনোক্লোনাল অ্যান্টিবডি’। করোনা চিকিৎসার সঞ্জীবনী। গত বছর যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার পর তার শরীরে প্রয়োগ করা হয় এই পদ্ধতি। অবাক হয়েছিল গোটা বিশ্ব। যেখানে করোনার আঁতুড়ঘর হয়ে উঠেছিল খোদ আমেরিকা সেখানে তিনি কীকরে এত শীঘ্র সুস্থ হয়ে উঠলেন? প্রশ্নের উত্তর খুঁজতে সামনে এলো ‘মনোক্লোনাল অ্যান্টিবডি এর নাম।
গবেষণাগারে তৈরি হয় এই অ্যান্টিবডি। ওষুধের এই সংমিশ্রণ শরীরে অ্যান্টিবডির বিকল্প হিসেবে কাজ করে। কোভিড আক্রান্তের শরীরে প্রবেশ করে তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে তোলে এই কৃত্রিম অ্যান্টিবডি। কোভিড ধরা পড়ার প্রথম সাত দিনের মধ্যে ওই মিশ্রণ প্রয়োগ করা হলে ৭০–৮০ শতাংশ ক্ষেত্রে রোগীদের আর হাসপাতালে ভর্তি করতে হয় না।
আমেরিকা এবং ইউরোপে এই ওষুধের প্রয়োগ সবথেকে বেশি হলেও এবার এই চিকিৎসার প্রয়োগে এই প্রথম ভারতে সুস্থ হলেন এক প্রৌঢ়। কোমর্বিডি থাকা সত্ত্বেও সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন হরিয়ানার অশীতিপর। স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা ওই বৃদ্ধের শরীরে প্রবেশ করান কৃত্রিম অ্যান্টিবডি।
করোনার ভারতীয় প্রজাতিকেও অনায়াসে কাবু করতে পারে এই কৃত্রিম অ্যান্টিবডি। তাই এই চিকিৎসার মাধ্যমে আশার আলো দেখছেন চিকিৎসকেরা।
ব্যুরো রিপোর্ট