Trending

আত্মনির্ভর ভারতের এক জোরালো পদক্ষেপ ভারতের। চিনের সাহায্য না নিয়েই কেন্দ্রীয় সরকার শুরু করতে চলেছে ৫জি পরিষেবার ট্রায়াল। টেলিকম মন্ত্রকের নির্দেশ অনুযায়ী রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়ার মত টেলিকম সংস্থাগুলি দেশের বিভিন্ন প্রান্তে ফেলতে চলেছে এই ট্রায়ালের প্রথম পদক্ষেপ।
প্রথমে ট্রায়ালের জন্য কেন্দ্রীয় সরকার চিনের সংস্থা হুয়েই-এর কাছ থেকে টেকনোলজিক্যাল সাপোর্ট নেবার কথা জানিয়েছিল। কিন্তু সীমান্তের অশান্তি এখন ভারতকে প্রবলভাবে চিনেবিদ্বেষী করে তুলেছে। তার ফলে চিনের থেকে নেওয়া সাহায্যের কথা একেবারে বাতিল করে দেয় কেন্দ্রীয় সরকার। এছাড়া সরকারের দাবি, চিনে প্রযুক্তি ব্যবহার করলে দেশের নিরাপত্তা ব্যবস্থার সামনেও দাঁড়াতে পারে প্রশ্নচিহ্ন। পরিবর্তে ব্যবহার করা হবে নোকিয়া, জিও, স্যামসাং-এর মত দেশজ প্রযুক্তি।
এবারেও ৫জি পরিষেবা ট্রায়ালের জন্য শিকে ছিঁড়ল না বিএসএনএলের ভাগ্যে। ৪জি ট্রায়ালের আগেও ধুঁকতে থাকা বিএসএনএল যেন কোথাও হারিয়ে গেল জোর প্রতিদ্বন্দিতায়। টেলিকম মন্ত্রক জানিয়ে দিয়েছে, প্রায় ছ’মাসের মত সময় লাগবে এই ট্রায়াল রান করতে। কাজ শুরু হয়ে যাবে ঘরের সংস্থা জিও’র প্রযুক্তিকে কাজে লাগিয়েই। তবে দেশে পুরোপুরিভাবে চালু হতে ঘুরে যেতে পারে আরও দুটি বছর।
ব্যুরো রিপোর্ট