Daily

মায়ানমারের পক্ষে ভারতের ভোটবাক্স শূন্যই রয়ে গেল। চিন এবং রাশিয়ার মত ভারতও মায়ানমারে পাশ হওয়া প্রস্তাবের সমর্থনে কোন মতামত জানাল না। এই দেশে অস্ত্র সরবরাহ বন্ধ করা এবং গত নভেম্বরের নির্বাচনকে সম্মান জানানোর পাশাপাশি আউং সান সু চি-সহ একাধিক রাজনৈতিক নেতার মুক্তির দাবি তুলে প্রস্তাব পাশ করানো হয় রাষ্ট্রপুঞ্জে। সেখানেই এই প্রস্তাবের সমর্থন থেকে বিরত থাকল ৩৬টি দেশ। তাদের মধ্যে অন্যতম ভারত। এখানে ভোট না দেওয়ার প্রসঙ্গে ভারত যুক্তি দিয়েছে, এই প্রস্তাবে ভারতের মতামতের কোন প্রতিফলন পাওয়া যায়নি।
উল্লেখ্য, এই প্রস্তাবে একমাত্র বিরোধিতা করেছে বেলারুশ। এবং প্রস্তাবের সমর্থনে এগিয়ে এসেছে ১১টি দেশ। বেশ কিছু দেশ ভোট না দেওয়ার বিষয়ে এটাকে মায়ানমারের নিজস্ব আভ্যন্তরীণ সমস্যা বলে দাবি করেছে। আবার কেউ ভোট না দেবার কারণ হিসেবে জানিয়েছেন, মায়ানমারে ১১ লক্ষের বেশি বিতাড়িত রোহিঙ্গাদের নিয়ে কোন প্রসঙ্গই ওঠেনি।
তবে, রাষ্ট্রপুঞ্জে পাশ হওয়া এই প্রস্তাবের কারণে আন্তর্জাতিক মহলে চাপের মুখে পড়ল সেই দেশের জুন্টা প্রশাসন। এখন ভারতের এই নির্বাক ভাবমূর্তি ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরে অন্য কোন রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি করবে কিনা সেটাই এখন দেখার।
ব্যুরো রিপোর্ট