Daily

ক্রমশ কাটছে আশঙ্কার মেঘ। ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজার। লগ্নিকারিদের মুখে ফিরছে হাসি। গত বৃহস্পতিবার থেকেই দালাল স্ট্রিটে সূচক ওঠার ছবিটা সামনে আসতে থাকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেও শেয়ার বাজারের এই উত্থানের পেছনে বিশেষজ্ঞরা উত্তরপ্রদেশ সহ বিজেপির চার রাজ্যে সাম্প্রতিক জয়কেই অন্যতম কারণ বলে মনে করছেন।
রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পরে ভারতের বাজারে দেখা দেয় টালমাটাল অবস্থা। আর শুধু ভারত কেন। গোটা বিশ্ববাজারের অর্থনীতি পড়ে দোটানায়। দালাল স্ট্রিটে একদিকে নামতে থাকে সূচক। অন্যদিকে গোটা বিশ্বে চড়তে থাকে অপরিশোধিত তেলের দাম। যে আঁচ এখনো ভারতে পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শেয়ার বাজারে অনিশ্চয়তা তৈরি হওয়ার কারণে লগ্নিকারিরা শেয়ার বাজার নিয়ে তেমন ইতিবাচক মনোভাব ধরে রাখতে পারছিলেন না। ফলে শেয়ার বাজারে পতনের ছবিটা তখনই স্পষ্ট হয়। কিন্তু বিজেপির জয় নিশ্চিত হতেই বদলাতে থাকে সেই ছবি। শেয়ার বাজার ফের থিতু হতে শুরু করে। এবং লগ্নিকারিদের মনে তৈরি করে আশা। গত বৃহস্পতিবার শেয়ার বাজার ৮১৭.০৬ পয়েন্ট উঠে বন্ধ হয় ৫৫,৪৬৪.৩৯ পয়েন্টে। বিএসইর সঙ্গে বাড়ে নিফটির সূচক। লগ্নিকারিরা ঘরে আনতে পারেন ১০.৮৩ লক্ষ কোটি টাকা। অন্যদিকে ডলারের নিরিখেও টাকার দাম বাড়তে শুরু করায় দালাল স্ট্রিটে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটা অনেকটা কেটে যায়।
বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, বিজেপি ডবল ইঞ্জিনের সরকার গঠন করতে পারার কারণেই লগ্নিকারিরা ভরসা পেয়েছেন। কারণ তাঁরা মনে করেন, কেন্দ্র এবং রাজ্যে একই সরকার থাকলে সেক্ষেত্রে বাজারে অনিশ্চয়তা কম তৈরি হয়। আর সেই প্রভাবই সরাসরি এসে পড়েছে শেয়ার বাজারে। টালমাটাল বিশ্ববাজারে আবারো মাথা ঘুরে দাঁড়াচ্ছে ভারতের শেয়ার বাজার। এই নিয়ে আপনার কি মতামত? সত্যিই কি কেন্দ্রে এবং রাজ্যে এক সরকার থাকলে শেয়ার বাজারে অনিশ্চয়তা কমে? ভরসা পান লগ্নিকারিরা?
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ