Market

একটানা ৫ দিন পরও ঘুরে দাঁড়ালো না দালাল স্ট্রিট। বরং সূচকের পতন অব্যাহত শেয়ার বাজারে। আন্তর্জাতিক বাজারে মন্দা চলার দরুন ভারতেও সূচকের নিম্নগতি বহাল রইলো আজও। এদিন দিনের শুরুতেই বিএসই সূচক সেনসেক্সে ও এনএসই-র সূচক নিফটিতে বড়সড় ধস নামল।
একধাক্কায় ১২৫০ পয়েন্ট সেনসেক্স এসে ঢোকে ৫৮ হাজার পয়েন্টের ঘরে। অন্যদিকে নিফটি ৩১৭ পয়েন্ট কমে ১৭৩০১-এর ঘরে স্থির হয়। মূলত স্মল ক্যাপ ও মিড ক্যাপ শেয়ারের দাম কমেছে লক্ষণীয়ভাবে। নিফটিতে নথিভুক্ত শেয়ারগুলির মধ্যে জেএসডব্লু স্টিলের দাম ৩.৪১ শতাংশ কমে হয়েছে ৬৪৩.৫৫ টাকা।
অন্যদিকে, দিভি ল্যাব হিন্ডালকো, বাজাজ ফিনসার্ভ এবং এইচডিএফসি লাইভ সহ জোম্যাটো পেটিএম-এর শেয়ার দর কমেছে ব্যাপকভাবে। এছাড়াও বিএসই-র অন্তর্ভুক্ত শেয়ারগুলির মধ্যে উইপ্রো, টেক মাহিন্দ্রা, ইনফোসিস, টাইটান, এশিয়ান পেন্টসের দাম কমেছে ২.৮৩ শতাংশ পর্যন্ত।
বিশেষজ্ঞরা বলছেন, রিয়েলটি ও আইটি সূচকে পতনের কারণে শেয়ার বাজারে বহাল মন্দার গতি। আর সূচকের এই নিম্নমুখী প্রবণতার জন্য সেনসেক্সের ৩০ টির মধ্যে ৩০ টি শেয়ারই পতনের পর লেনদেন হচ্ছে। শুধু সেনসেক্সই নয়। নিফটির ৫০ শেয়ারের মধ্যে ৪৯ শেয়ারেই পতন দেখা গিয়েছে। আর এই পরিস্থিতিতে চাপ সৃষ্টি হয়েছে লগ্নিকারীদের মধ্যে।
ব্যুরো রিপোর্ট