Market

ষাঁড়ের গুতোয় চাঙ্গা শেয়ার বাজার। সপ্তাহ শুরুর লগ্নেই ফের স্বমহিমায় সেনসেক্স। বাজার খুলতেই সুখবর পেলো বিএসই। খুশির আমেজ দালাল স্ট্রীটে। এবার ফের সূচক ঢুকলো ৬০ হাজারের কোঠায়।
এদিন বাজার খুলতেই সেনসেক্স ৪৩৮.১০ পয়েন্ট বেড়ে ৬০,১৮২.৭৫-এ লেনদেন শুরু হয়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নিফটি খোলে ১৭, ৯১৩ পয়েন্টে। দীর্ঘদিন পতন দেখে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে আইটি কোম্পানির শেয়ারগুলো। আপাতত উর্দ্ধমুখী আইটির শেয়ার। শেয়ার বৃদ্ধি পেয়েছে হিরো মোটোকর্প, ইউপিএল, আইসিআইসিআই ব্যাঙ্কের। তবে নিফটির থাবায় পিষ্ট হয়েছে বেশ কয়েকটি কোম্পানি।
করোনায় চূর্ণ-বিচূর্ণ হয়েছে বিশ্ব অর্থনীতি। ধাক্কা খেয়েছে দেশীয় শেয়ার বাজারও। তবে সপ্তাহ শুরুতে দালাল স্ট্রিটের এই ঘুরে দাঁড়ানোর ঘটনায় খুশি বাণিজ্যমহল।
ব্যুরো রিপোর্ট