Daily
আনন্দধারা বহিছে বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রামাঞ্চলের মহিলাদের স্ব-নির্ভর করে তোলার কর্মযজ্ঞ চলছে গোটা বাংলা জুড়েই। তারই হাতেগরম প্রমাণ পাওয়া গেল কালিয়াগঞ্জের বোঁচাডাঙায়। সেখানের সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা স্বনির্ভর দলের সদস্যদের নিয়ে বোঁচাডাঙ্গা পঞ্চায়েতের সংঘ ভবনে চলছে সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য পোশাক তৈরির কাজ।
কাজের গতি কেমন, সেটা আন্দাজ করতে সংঘ ভবনে উপস্থিত হন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য দধিমোহন দেবশর্মা। কাজের ছবি দেখে পরিষ্কার, আনন্দধারা প্রকল্প গ্রামাঞ্চলের মহিলাদের আত্মনির্ভর করতে যথেষ্ট সাহায্য করছে। স্কুল ইউনিফর্ম তৈরি করে খুশি মহিলা কর্মীরা। এর ফলে তারা আর্থিকভাবে সমৃদ্ধ হচ্ছেন অনেকটাই।
আনন্দধারা প্রকল্পের অধীনে পশ্চিমবাংলার গ্রামাঞ্চলের মহিলাদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী গড়ে অর্থ সামাজিক উন্নয়নের যে সরকারি উদ্যোগ সেই উদ্যোগ সফল করে তুলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাক তৈরীর কাজেই যুক্ত করা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের। যার নিশ্চিতভাবেই আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করবে স্বনির্ভর দলের এই মহিলাদের।