Daily
ডিম আগে না মুরগী আগে? লাখ টাকার প্রশ্ন। যার উত্তর আজও অজানা। এই প্রশ্নের উত্তর খোঁজা সম্ভব হবে কিনা বলতে পারব না, তবে ডিম ফোটানোর এই কৃত্রিম মেশিন ব্যবহারের ফলে যে গ্রামবাংলার বেকার যুবকরা স্বনির্ভর হতে পারবেন, তা বলাই যায়। কৃষি দপ্তরের আতমা প্রকল্পের সহায়তায় পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ নং ব্লকের সুভাষ চন্দ্র আতমা এফআইজি গ্রুপের ১৫ জন প্রগতিশীল কৃষককে স্বনির্ভর করার লক্ষ্যে ইনকিউবেটর মেশিন দেওয়া হয়।
এই গ্রুপের কৃষকরা যাতে আর্থিকভাবে সফল হতে পারেন, সেই উদ্দেশ্যেই এলাকার কৃষকদের ইনকিউবেটর মেশিনের পাশাপাশি সোলার ব্যাটারি, ইনভার্টার মেশিন সহ মোট ৫০ হাজার টাকার একটা প্যাকেজ তুলে দেওয়া হয় চাষিভাইদের হাতে।
২৪২ টা ডিম দিলে এই মেশিন থেকে মাত্র ২১ দিনের মাথায় ডিম ফুটে বাচ্চা বেরোবে বলে জানালেন স্থানীয় এক কৃষক। আর তারপর তা সহজেই বাজারজাত করা যাবে। আতমা প্রকল্পের সহায়তায় এই প্যাকেজ পেয়ে খুশি কৃষকরা।
সব মিলিয়ে এলাকার বেকারত্ব ঘোচাতে কৃষি দপ্তরের এই উদ্ভাবনী পদক্ষেপে খুশি এলাকার কৃষকরা। এই ধরণের টেকনোলজি ব্যবহারের ফলে কৃষকরা স্বনির্ভর হওয়ার পাশাপাশি স্থানীয় এলাকার অর্থনীতিতেও যে বদল আসবে, তা বলাই যায়।
প্রসূন ব্যানার্জি
পূর্ব মেদিনীপুর