Daily

এক লাফে একেবারে দ্বিগুণ। বর্ধিত দাম কার্যকর হল আজ থেকেই। ১ ডিসেম্বর, ২০২১। ২০০৭ এর পর দীর্ঘ ১৪ বছর পার করে দেশলাই বাক্সের দাম হল ২ টাকা। মূলত কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণেই দাম বাড়ল দেশলাই বাক্সের। এমনটাই মনে করা হচ্ছে।
দেশলাই তৈরিতে মূলত ব্যবহৃত হয়, সালফার, পটাশিয়াম ক্লোরেট আর রেড ফসফরাস। এই তিনটে উপাদানকেই আমরা একচোখে বারুদ বলি। আর কাঠিগুলিকে মোমের দ্রবণে ভিজিয়ে রাখা হয়। যে কারণে দেশলাইয়ে আগুন জ্বলেই তা নিভে যায়। দেশলাই বাক্সের দুপাশে লাগানো হয় লাল ফসফরাস। সঙ্গে থাকে কারবন আর গুঁড়ো কাচ। এই সমস্ত কাঁচামালের দাম বাড়ার কারণেই দাম বাড়ল দেশলাই বাক্সের।
বেড়েছে জ্বালানির দাম। তাই মাথাচাড়া দিয়েছে পরিবহন খরচ। আগে যেখানে ৬০০ টা দেশলাই বাক্স তৈরি করতে খরচ হত ২০০-৩০০ টাকা। সেখানে এখন এই একই পরিমাণ দেশলাই বাক্স তৈরি করতে খরচ হয় ৪৩০-৪৮০ টাকা। এর সঙ্গে রয়েছে ১২% জিএসটি। সব মিলিয়ে এবার দিগুণ মূল্যবৃদ্ধির সাক্ষী থাকল দেশলাই বাক্স।
ব্যুরো রিপোর্ট