Daily

সুদের হারে নয়, অর্থনৈতিক বৃদ্ধির খাতে বাড়াতে হবে বৃদ্ধির হারই, দাবী বিশেষজ্ঞদের । কোভিড পরিস্থিতিতে অর্থনৈতিক সংকটে চাপ বাড়ছে সরকারী কোষাগারে। একদিকে নেই যথেচ্ছ আয়, তার উপর বেড়েছে সরকারী খরচ। এখন সরকারি ভাঁড়ার পুনরায় ভরার উপায় কি?
বিভিন্ন রকম সরকারী সুযোগ সুবিধার খাতে বেড়েছে খরচ। অর্থনীতির তাবড় তাবড় বিশেষজ্ঞরা বলছেন এর থেকে বেরনোর রয়েছে তিনটি উপায়। কর বৃদ্ধি, ঋণ নেওয়া এবং টাকার যোগান বাড়ানো। তবে অতিমারির চাপে কর বৃদ্ধি কখনই জনকল্যাণমূলক সিদ্ধান্ত হতে পারে না। কারন কর বৃদ্ধি করলে কমে যাবে জিনিসপত্রের চাহিদা। আর চাহিদা কমলে মন্দার বাজার আরও মন্দার মুখ দেখবে সেটাই স্বাভাবিক।
তবে এই তিনটি উপায়ের মধ্যে একটি যে দিশা দেখাবে, তা নিয়ে নিশ্চিত অর্থনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রধান ব্যাংক গুলিও। অর্থাৎ, বাড়াতে হবে টাকার যোগান। আম- আদমির হাতে টাকার যোগান থাকলে যে অর্থনীতির গ্রাফ ফের ঊর্ধ্বমুখী হবে, সে বিষয়ে ভরসা দিয়েছেন বিশেষজ্ঞরা। আর তাই এবার সেই পথেই হাঁটল ভারতের রিসার্ভ ব্যাংক থেকে শুরু করে, বিশ্বের অন্যান্য দেশের প্রধান ব্যাঙ্কগুলি।
ব্যুরো রিপোর্ট