Story
ঠোঁট থেকে উধাও হাসি। দৃষ্টিতে শূন্যতা আর মনের গভীরে আতঙ্ক এবং অনিশ্চয়তা। ইয়াস কেড়ে নিয়েছে যাবতীয় শান্তি। তার বদলে রেখে গেছে শুধু ক্ষতি আর ক্ষতি।
গঙ্গাসগরের বিস্তীর্ণ এলাকার মানুষের জীবন চলে পান চাষ করে। যেখানে সমুদ্রের নোনা জলের প্রবেশ নিষেধ। কিন্তু প্রকৃতির এ কেমন রোষ। সেই পানের বরজেই ঢুকে এল সাগরের জল। সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে নোনা জল ঢুকে গেছে পানের বরজে। কিছু গেছে শুকিয়ে, আর কিছু বরজে জমে আছে জল। বাড়ি থেকে হাড়ি সবই হারিয়েছেন তারা। শেষ সম্বলটুকু ইয়াস কেড়ে নেওয়ায় এখন তারা অসহায়। জানেন না কি করবেন
যাদের নিজেদেরই কিছু জমানো নেই তারাও জীবিকার জন্য লাখ চারেক দেনা করেছিলেন পান চাষের জন্য। এক সুস্থ ভবিষ্যতের আশায়। আজ একূল-ওকূল দুইই গেল হারিয়ে।
এমন ঝড় তারা কেউ স্বপ্নেও ভাবেননি। আর সেই ঝড়ই যে তাদের একেবারে খাদের ধারে এনে দাঁড় করাবে তাই বা কে ভেবেছিলেন?
চারিদিকে শুধু জল। আর ইয়াসের ক্ষতিচিহ্ন। তার সঙ্গেই ভেসে গেল তাদের যাবতীয় আশা, ভরসা। সংসার চলবে কি করে? কি করেই বা চলবে আগামী দিন? সেই উত্তরই খুঁজছেন সাগরের পান চাষিরা।
নবাব মল্লিক, গঙ্গাসাগর