Prime
Daily
সুখবর! কুইন্টাল প্রতি যায় বাড়ছে ৫ কোটি কৃষকের
By sanchitabpn21 | August 27, 2021
Daily
সুখবর! কুইন্টাল প্রতি যায় বাড়ছে ৫ কোটি কৃষকের। কুইন্টাল প্রতি ন্যায্য ও লাভজনক মূল্য বাড়ানো হলো ৫ টাকা করে। সুবিধে পাবেন আখচাষীরা।
আখচাষীরা ছাড়াও এই সুবিধে পেতে চলেছেন চিনি কলের কর্মীরা সহ সংশ্লিষ্ট কাজের সাথে যুক্ত কর্মীরাও এই সুবিধে পাবেন। ১০% রিকভারি হলেই এফআরপি বাড়ানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থাৎ এখন ১০% রিকভারি মানে এক কুইন্টাল আখের রস থেকে ১০ কিলো চিনি উৎপাদন করা যাবে। জটি রিকভারি রেট ৯.৫% ও হয় তাহলেও কমপক্ষে ২৭৫ টাকা পাবেন চাষিভাইরা।
ব্যুরো রিপোর্ট