Daily

করোনা অতিমারির কারণে যখন বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব, তখন স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি বিশ্ববাসীর স্বস্তির ঠিকানা, করোনা টিকা। তাই দেশে দেশে চলছে করোনা টিকাকরণ কর্মসূচি। আর এখানেই ঘটে বিপদ! এই স্বস্তির ঠিকানায় আশ্রয় নিতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার স্বীকার হলেন বছর ২৩ এর এক তরুণী।
চলতি সপ্তাহের রবিবার (৯ মে) ইতালির একটি হাসপাতালে করোনার টিকা নিতে যান এক তরুণী। সেখানেই স্বাস্থ্যকর্মীর চরম উদাসীনতার স্বীকার হন ওই তরুণী। তাকে টিকা দিতে গিয়ে অন্যমনষ্ক নার্স মনের ভুলে একসাথে ৬ ডোজ ফাইজারের করোনা টিকা পুশ করে ফেলেন। তবে পরে তিনি স্বীকার করেন ঘটনাটি একেবারেই অনিচ্ছাকৃত ছিল।
ঘটনার জানাজানি হতেই তরুণীকে তৎক্ষনাত ভর্তি করে নেওয়া হয় হাসপাতালে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তরুণীর শরীরে
উল্লেখ করার মত কোন পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। তিনি পুরোপুরি সুস্থ থাকলেও, তাকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। ঘটনার পূর্ণ তদন্ত করা হবে বলেও জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ব্যুরো রিপোর্ট