Daily
গরমের দাপট দেখে ভ্রূকুটি পড়েছিল কৃষকদের কপালে। বৃষ্টিতে কোন ছন্দপতন ঘটবে না তো? তাহলে আবারও সমস্যার মুখে পড়বেন দেশের লক্ষ লক্ষ কৃষকরা। কারণ, ফসলের জন্য তাঁদের গোটা বছর বর্ষার জন্যই অপেক্ষা করতে হয়। অবশেষে তাঁদের জন্য স্বস্তির খবর আনল আবহাওয়া দপ্তর।
দপ্তর সূত্রে জানা গিয়েছে, দেরি নয়। বরং নির্দিষ্ট সময়েই মৌসুমি বায়ু প্রবেশ করবে কেরলে। তার মানে বৃষ্টি আসবে সঠিক সময়েই। কৃষকদের হাপিত্যেশ করে বসে থাকতে হবে না। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন যে এই বছর মৌসুমি বায়ুর যা গতিপ্রকৃতি লক্ষ্য করা গেছে, তা কৃষিকাজের জন্য যথেষ্ট অনুকূল। বৃষ্টি হতে পারে প্রায় ১০৩%। এর ফলে কৃষিকাজের পক্ষেও সহায়ক হবে বর্ষার আবহাওয়া।
ভারতে কৃষি জমির ৬০% বৃষ্টির জলের ওপরেই নির্ভরশীল। এবং দুই-তৃতীয়াংশ মানুষের পেট চলে কৃষিকাজ করেই। সেক্ষেত্রে বছরে অন্তত ৭০% বৃষ্টি কৃষিকাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বৃষ্টির পরিমাণ স্বাভাবিক হলে তবেই কৃষিনির্ভর অর্থনীতিতে আসবে গতি। আবহাওয়া দপ্তরের খবর পেয়ে হাসি ফুটেছে কৃষকদের মুখে।
ব্যুরো রিপোর্ট