Daily

তালিবান শাসনের সেকেন্ড ইনিংসে আফগানদের পাশে থাকার আশ্বাস দিলো পাক সেনা প্রধান। আফগানিস্তানের আঞ্চলিক হাল, বেহাল। আর তাই দেশের আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতেই পাক সেনা প্রধানের এই ঘোষণা।
মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়, আফগানিস্তানের আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর পাকিস্তান সেনাবাহিনী এই ঘোষণা করেছে। অন্যদিকে, তালিবান প্রধান জানিয়েছে, আফগানিস্তানে, তালিবান শাসনে গণতন্ত্রের কোনো অস্তিত্বই থাকবে না। তালেবান শাসনে মূলত শরিয়া আইনের ওপরেই গড়ে উঠবে শাসন ব্যবস্থা। তবে তালিবান শাসনের সেকেন্ড ইনিংস কি আগের মতোই হবে কি না সে বিষয়ে কোনো কিছুই খোলসা করেনি তারা।
মনে করা হচ্ছে, তালিবান শাসিত আফগানিস্তানের শাসন ব্যবস্থা অনেকটা ইরানের মতো হবে। যেখানে, সুপ্রিম লিডারের কাছে সকলে জবাবদিহি করতে বাধ্য থাকবে। এদিকে তালিবান সম্ভবত আফগান বাহিনীর সাথে মিলিয়ে সেনাবাহিনী গঠন করতে চাইছে। কারণ তালিবান গেরিলা যুদ্ধে পারদর্শী হলেও তাদের নিজস্ব কোনও বিমান বাহিনী নেই। আর তালিবান পাইলটও নেই। ফলে আফগান বাহিনী থেকেই বিমানবাহিনী তৈরির সিদ্ধান্ত নিয়েছে তারা।
ব্যুরো রিপোর্ট