Daily
নিজেদের বাণিজ্যিক সাম্রাজ্য প্রসারের উদ্দেশ্যে একেবারে ছক্কা হাঁকাল নয়ডার সংস্থা এইচসিএল। তারা জানিয়েছে, ইউএস আর্লি কেরিয়ার আর আর্লি প্রোগ্রামের অধীনে আগামী ৬ মাসে ১২০০০ জনের মেগা রিক্রুটমেন্ট করবে তারা। শুধুমাত্র আগামী ৬ মাসেই ২০০০ স্নাতককে নিজেদের সংস্থায় চাকরির সুযোগ করে দিচ্ছে তারা। তাও আবার সোজা আমেরিকায়।
বিশ্বজুড়ে উন্নত শহরগুলিতে ইনোভেশন এবং ডিস্ট্রিবিউশন সেন্টার তৈরির জন্য ডিজাইন করা হয়েছে। আর এই যাবতীয় প্রকল্পটি হচ্ছে এইচসিএলের গ্লোবাল নিউ ভিস্টা প্রোগ্রামের অংশ। প্রসঙ্গত,কয়েকদিন আগেই সংস্থার তরফে অপ্রেন্টিসশিপ প্রোগ্রাম লঞ্চ করা হয়। এই প্রোগ্রামের আওতায় আমেরিকার হাই স্কুল ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে উচ্চশিক্ষা প্রদান করে থাকে।
কোম্পানি জানিয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়া, মিশিগান, টেক্সাস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, হাইফোর্ড- এ সম্প্রতি গ্লোবাল ডিস্ট্রিবিউশন সেন্টারের উপর ফোকাস করছে তারা। যার আওতায় থাকছে আইটি পরামর্শ ও প্রযুক্তি, ক্লাউড, আইওটি, ডেটা অ্যানালিটিক্স এবং ডিজিটাল ইঞ্জিনিয়ারিংয়ের মত পরিষেবাগুলি।
ব্যুরো রিপোর্ট