Prime
Daily
নয়াগ্রামে ১০টি বাড়ি আগুনে ভষ্মীভূত
By Business Prime News | March 31, 2021
WordPress database error: [Unknown column 'insertionMethod' in 'where clause']SELECT * FROM nex_xyz_ips_short_code WHERE insertionMethod = 1 AND status = 1
Daily
অরূপ ঘোষ, ঝাড়গ্রামঃ সাকরাইল এর পর নয়াগ্রাম। জঙ্গলের আগুন ছড়িয়ে পড়লো গ্রামে।মঙ্গলবার প্রায় ১০টা বাড়ি আগুনে ভষ্মীভূত হয়ে যায়। একাধিক বাঁশ বাগান, কাজু বাগান আগুনের গ্রাসে চলে যায়। কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন সাধারন গ্রামবাসীরা। প্রচন্ড গরম, বৃষ্টি নেই ফলে শুকনো হয়ে রয়েছে এলাকা।অভিযোগ, কে বা কারা আগুন লাগিয়ে দিচ্ছে সুকনো পাতায়। সেই আগুন ছড়িয়ে পড়ছে জঙ্গলে। এরকম ই ছড়িয়ে পড়া আগুন থেকে নয়াগ্রামের ক্ষুদগড় গ্রামে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ১টা ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করলেও প্রবল হাওয়ার জন্য বাগে আনা সম্ভব হয়নি,ফলে ১০টি বাড়ি আগুনে ভীষ্মভূত হয়ে যায়।