Daily

অসুখের নাম ‘মাঙ্কিপক্স’। কিন্তু এই রোগের বাহক আদৌ বাঁদর নয় বরং কাঠবিড়ালি এবং দুই প্রজাতির ইঁদুর। করোনার মধ্যেই ব্রিটেনের নয়া ত্রাস এই বসন্ত রোগ। সেখানে উত্তর ওয়েলসের দুই ব্যক্তি এই ভাইরাসের সংক্রমণে পড়েছেন। জানিয়েছেন, ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক। আর কেউ সংক্রমিত হয়েছেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সে দেশের সরকারের স্বাস্থ্য পরামর্শদাতা রিচার্ড ফার্থ।
জানা গিয়েছে, এই ভাইরাস প্রথম ধরা পড়ে নাইজেরিয়ায় ২০১৭ সালে। বাংলায় যাকে আমরা গুটিবসন্ত বলে থাকি, তার সঙ্গে এর কোন পার্থক্য নেই। তবে গুটিবসন্তের থেকে এর সংক্রমণের মাত্রা বেশ কম।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, এই ভাইরাসে সংক্রমিত হবার ১২ দিন পর থেকে মাথাব্যথা, পেশিতে ব্যথা এবং ক্লান্তিভাব দেখা যায়। সংক্রমণের ৩ দিন পর থেকে শরীরে গুটিবসন্তের দাগ স্পষ্ট হয়। শারীরিক ক্লান্তি থাকে ২-৪ সপ্তাহ।
জানান হয়েছে, যেহেতু এই রোগের কোন নির্দিষ্ট টিকা নেই তাই গুটিবসন্তের টিকা যেমন সিডোফোভির, এসটি-২৪৬ ইত্যাদি ব্যবহার করা যেতে পারে।
ব্যুরো রিপোর্ট