Market
করোনার দ্বিতীয় ঢেউতে বেকারত্ব যেন লাফিয়ে লাফিয়ে বেড়েছে। পরিস্থিতি এতটাই জটিল হয়েছে যে শুধুমাত্র এপ্রিল মাসে কাজ হারিয়েছেন ৭৩ লক্ষ মানুষ! এমনই ভয়ঙ্কর তথ্য দিল সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা সিএমআইই।
তাদের প্রকাশিত রিপোর্টে দেখানো হয়েছে, যেখানে মার্চে ৩৯.৮১ কোটি মানুষের হাতে কাজ ছিল সেখানে একমাসের মধ্যে এপ্রিলেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৩৯.০৮ কোটিতে।
দেশে ভাইরাস বিস্ফোরণ ঘটানোর কারণে একদিকে কমে এসেছে কর্মজগতে গতিশীলতা। যে কারণে কর্মশিল্পে নেমেছে অনিশ্চয়তার ছায়া। এদিকে সংক্রমণের আতঙ্কে যারা কাজ হারিয়েছেন তাঁরাও আর নতুন করে কাজের জন্য ঝাঁপিয়ে পড়েন নি। ফলে শহর থেকে গ্রাম- সর্বত্রই নেমেছে বেকারত্বের ছায়া। রিটেল, হসপিটালিটি, ট্যুরিজম থেকে বিভিন্ন অফিস জবেও এখন তৈরি হয়েছে শূন্যতা। ফলে, কবে যে পরিস্থিতির উন্নতি হবে সেই নিয়েও আশঙ্কায় বিশেষজ্ঞ মহল।
ব্যুরো রিপোর্ট