Daily

চলচ্চিত্র বাণিজ্য থেকে জিএসটি কমানোর আর্জি নির্মলাকে। পণ্য ও পরিষেবা খাতে করমুক্ত করতে নির্মলা সিতারামনকে চিঠি পাঠিয়েছে লিখল দ্য ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন ইম্পা।
বিপুল পরিমাণ পণ্য ও পরিষেবা খাতে কর দেওয়ায়, একেবারে দুর্বিষহ অবস্থা চলচ্চিত্র শিল্পী। সরকারি বিনিয়োগ পায়না চলচ্চিত্র শিল্প। বরং যত না আয় হয়, তার সিংহভাগটাই চলে যায় সরকারি কোষাগারে। এদিকে করোনার কামড়ে থিতিয়ে পড়েছে চলচ্চিত্র ব্যবসা। তাই ব্যবসাকে প্রাণ দিতে কর কমানো আবশ্যিক।
এই মুহূর্তে, সাংঘাতিক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন প্রযোজকরা। এর মধ্যেই যথাযথ ব্যবস্থা না নিলে, বড়োসড়ো লোকসানের মুখে পড়বে এই শিল্প। তাই কর মুলুবের আর্জি জানিয়েছে ইম্পা।
ব্যুরো রিপোর্ট