Prime
Daily
এক হাজার কোটি টাকার মামলা দায়ের রামদেবের বিরুদ্ধে
By Business Prime News | May 27, 2021
Daily
বিতর্ক এবং রামদেব যেন মুদ্রার এপিঠ ওপিঠ। কয়েকদিন আগেই তাঁর একটি বক্তব্য ভাইরাল হয় যেখানে অ্যালোপাথিক চিকিৎসার সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে তাঁর মনে। এমনকি মানুষের মৃত্যুর জন্য তিনি অ্যালোপাথি চিকিৎসাকেই দায়ি করেন। এরপরেই গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। রামদেবের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের উত্তরাখণ্ড শাখা।
জানা গিয়েছে, আইএমএ’র পক্ষ থেকে বলা হয়েছে ১৫ দিনের মধ্যে রামদেবকে তাঁর মন্তব্য ফিরিয়ে নিতে হবে। একইসঙ্গে ক্ষমাও চাইতে হবে। নাহলে ১ হাজার কোটি টাকা দাবি করা হবে পতঞ্জলির প্রাণপুরুষের থেকে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিংহ রাওয়াতকেও রামদেবের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আর্জি জানিয়েছে আইএমএ।
ব্যুরো রিপোর্ট