Daily

ব্লকচেন টেকনোলজি। সারা বিশ্বে যে সমস্ত টেকনোলজি নিয়ে গবেষণা চলছে তার অন্যতম হচ্ছে এই ব্লকচেন টেকনোলজি। যার বেশিরভাগ তথ্যই অজানা। তবে এবার সেই সম্বন্ধে কোর্স করাবে আইআইটি খড়গপুর। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। কোর্স হবে অনলাইনেই। ২০২২ এর ৩১ জানুয়ারির মধ্যে পড়ুয়াদের নাম নথিভুক্ত করতে হবে।
কি শেখানো হয় ব্লকচেন টেকনোলজিতে? মুলত এই প্রযুক্তি সাধারণত তথ্যের সুরক্ষিত বিনিময়ের ক্ষেত্রে ও ক্রিপ্টোকারেন্সিতে ব্যবহার করা হয়। মূলত এই টেকনোলজির বেসিক ডিজাইন প্রিন্সিপ্যাল ও বিভিন্ন ক্ষেত্রে তার প্রয়গের বিষয় পড়ান হবে এই কোর্সে। ২০২২ সালের ২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই কোর্সের ক্লাস। এক্ষেত্রে জনপ্রিয় ব্লকচেন প্ল্যাটফর্ম ইথেরিয়ামকে ব্যবহার করবে দেশের এই প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানটি।
কোর্সের সময়সীমা ১২ সপ্তাহের। অর্থাৎ ২৪ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে অনলাইন পঠন-পাঠন। নাম নথিভুক্ত করার আগে পড়ুয়াদের কম্পিউটারের উপর বেসিক কিছু নলেজ থাকতে হবে। কোর্স বাবদ কোন মূল্যই দিতে হবে না পড়ুয়াদের। তবে কোর্স শেষে যারা এনপিটিইএল-এর ই-সার্টিফিকেট নিতে ইচ্ছুক তাদের ২৩ এপ্রিল একটা পরীক্ষায় বসতে হবে। সেক্ষেত্রে ১০০০ টাকা করে দিতে হবে পড়ুয়াদের।
ব্যুরো রিপোর্ট