Jobs

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় টাইপিস্ট এবং স্টেনোগ্রাফার পদে প্রায় ১০২ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য উপযুক্তঃ
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টঃ যে কোনো শাখার উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা কম্পিউটারে ইংরাজি টাইপিং এ এক মিনিটে কমপক্ষে ৪০টি শব্দ তলার গতি থাকলে আবেদন করার জন্য উপযুক্ত। প্রার্থী স্নাতক হলে ভাল হয়।
বয়সঃ ১৮ থেকে ২৭ বছর।
মূল বেতনঃ ১৯,৯০০ থেকে ৬৩২০০ টাকা।
শূন্যপদঃ ৫০টি ( জেনাঃ ১৯, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৪ এবং ইডব্লিউএস ৫)
স্টেনোগ্রাফারঃ যে কোন শাখার উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা কম্পিউটারে ইংরাজি টাইপিং এ মিনিটে অন্তত ৪০ টি শব্দ তোলার গতি থাকলে এবং শর্টহ্যান্ডে মিনিটে অন্তত ৮০টি শব্দ তোলার গতি থাকলে আবেদনের উপযুক্ত। ডিগ্রি কোর্স পাশ হলে ও কম্পিউটার জানা থাকলে ভাল।
বয়সঃ ১৮ থেকে ৩০ বছর।
মূল বেতনঃ ২৫৫০০ থেকে ৮১১০০ টাকা।
শূন্যপদঃ ৫২ টি ( জেনাঃ ২৩, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৪, ইডব্লিউএস ৫)
দুই পদের ক্ষেত্রেই বয়স হতে হবে ২১-১২-২০২৩ এর হিসেবে। সংরক্ষিতরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। প্রার্থীদের ২১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে। আরও বিস্তারিত তথ্যর জন্য ক্লিক করুণ http://exams.nta.ac.in , http://current.ntaonline.in এ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ