Daily

সমাজের পরিবর্তন এবং উন্নয়নের অন্যতম হাতিয়ার হলো জন সংযোগ মাধ্যম বা মিডিয়া। আর তাই এই বিষয়ে সামগ্রিক উপলব্ধির বিকাশ ঘটিয়ে মিডিয়া এবং যোগাযোগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে এবার ভার্চুয়াল মোডে জার্নালিজম – মাস্ কমের মাস্টার্স কোর্স চালু করল ইগনু। ইগনুর ২০২২ সালের ভর্তি প্রক্রিয়ায় এবার নথিভুক্ত হলো জার্নালিজম – মাস্ কমের স্নাতকোত্তরের কোর্স।
ইগনুর উপাচার্য অধ্যাপক নাগেশ্বর রাও এবং অন্যান্য বিশিষ্ট মিডিয়া শিক্ষাবিদদের উপস্থিতিতে অনলাইনে এই প্রোগ্রামটির শুভ সূচনা হয়। স্নাতকোত্তরের কোর্সের এই শুভ সূচনার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য জানান, এই কোর্সের মাধ্যমে দেশের পাশাপাশি বিদেশেও সাংবাদিকতার সমান সুযোগ পাবেন পড়ুয়ারা। ভবিষ্যতে ইংরেজি ছাড়াও হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষাতে এই কোর্স চালু করবে বলে লক্ষ্য রয়েছে ইগনুর।
দুবছরের এই মাস্টার্স কোর্সের মাধ্যমে বিষয়টির জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা বৃদ্ধি, দৃষ্টিভঙ্গি বিবর্ধনের মাধ্যমে সাবলীল ভাবে কাজ করার জন্য সাংবাদিকতা এবং মাস্ কমিউনিকেশন সম্পর্কিত বিভিন্ন দিকগুলির একটি বিস্তৃত শিক্ষা দেওয়া হয় পড়ুয়াদের। দেশের ছাত্র ছাত্রীদের জন্য এবং তাদের শিক্ষাগত বিকাশের কথা মাথায় রেখে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির এই পদক্ষেপ, নিঃসন্দেহে প্রশংসনীয়।
ব্যুরো রিপোর্ট