Market

উৎকৃষ্ট ফসলের জন্য ইউরিয়া সারের ব্যবহার হামেশাই হয়ে থাকে। কিন্তু ন্যানো ইউরিয়া সারের ব্যবহার আর কোথায়? আসলে এটি এমনই এক পদ্ধতিতে তৈরি সার যা পৃথিবীতে সর্বপ্রথম। সৌজন্যে ইফকো।
ন্যানো ইউরিয়া হল ন্যানো প্রযুক্তিতে তৈরি নাইট্রোজেনের এক অত্যাধুনিক উৎস যা ফসলে ইউরিয়ার ব্যবহার কমাতে এবং একইসঙ্গে ফসলের গুণগত মান বাড়াতে অনেকটাই সাহায্য করে।
অতিরিক্ত ইউরিয়ার ব্যবহার কৃষিকাজের ক্ষেত্রে একেবারেই ভালো নয়। কারণ ইউরিয়া সারের উৎকর্ষতা অনেকটাই কম এবং এই সারের জন্য সরকারের প্রচুর সাবসিডি নষ্ট হয়। এছাড়াও এক বস্তা ইউরিয়া সার মজুত এবং পরিবহন বাবদ চাষির খরচ হয় অতিরিক্ত।
অন্যদিকে ন্যানো সারে উৎকর্ষতা প্রায় ৮০%। সারের ব্যবহার কমিয়ে মাটিকে দূষণের হাত থেকে রক্ষা করে। দামও ইউরিয়া সারের থেকে ১০% কম। ভূ-গর্ভস্থ জল এবং পানীয় জলেও দূষণ ছড়ায় না। একই সঙ্গে ফসলের পুষ্টিগুণ বাড়ায়। নাইট্রোজেন ছাড়া গাছের মধ্যে অন্যান্য আবশ্যিক উপাদানের উপলব্ধতা বাড়িয়ে তোলে। এমনকি নাইট্রোজেনের অভাব পুরোপুরিভাবে মিটিয়ে দেয়।
ইতিমধ্যেই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং রাজ্যের সমস্ত কৃষিবিজ্ঞান কেন্দ্রে ৩৫ টি ফসলের ওপর ৭২৫ টি পরীক্ষা করা হয়েছে। দেখা গিয়েছে, পরিবেশের দূষণ কমিয়ে গাছের সামগ্রিক বৃদ্ধি, ফলন এবং খাদ্যের আত্তীকরণে সাহায্য করছে এই ন্যানো ইউরিয়া।
দেবস্মিতা মন্ডল, উত্তর ২৪ পরগনা