Agriculture news
এগ্রি স্টার্ট আপ নিয়ে কিছু ভাবলেন নাকি? কিংবা নিজের জমিকে নিয়ে আরও বড় কোন পরিকল্পনা রয়েছে আপনার? তাহলে কিন্তু গাছের পাশাপাশি মাটির যত্নের কথাটাও বিশেষভাবে ভাবতে হবে। ওই যে বলেছিলাম, যত্ন নিতে হবে একবারে মায়ের মত। সঠিক সময়ে, সঠিক পরিমাণে, সঠিক সার প্রয়োগ করাটা কিন্তু একটা শিল্প। তবেই না সবজি, ফল বা ফুলের ফলনটা বেশ ভালো হবে! তা জমিতে সার প্রয়োগের ফর্মুলাটা জানেন তো? না জানলেও চিন্তা নেই। আজকের এপিসোডে আপনাদের জানাবো জমিতে সার প্রয়োগের ফর্মুলাটা কী? রাসায়নিক সার ভার্সেস জৈব সারের লড়াইতে কে এগিয়ে আর কে পিছিয়ে? জানাবেন ইফকোর ডিজিএম মিঃ স্বপন রয়।
জমির উর্বরাশক্তি কমে যাচ্ছে বলে যারা হাহুতাশ করছিলেন, তারা নিশ্চয়ই এতক্ষনে বুঝতে পেরেছেন যে গলদটা কোথায় ছিল! ফলন বৃদ্ধিতে আপনাকে রাসায়নিক সার দিশা দেখালেও, জমির উর্বরশক্তিকে ধরে রাখতে কিন্তু শেষ হাসি হাসছে জৈব সারই। আর এসবের শেষে মাটির কোয়ালিটি ধরে রাখতে আপনাকে জীবাণু সারের বিষয়টাও মাথায় রাখতে হবে। কীভাবে প্রয়োগ করবেন?
*প্লেটঃ
খেয়াল রাখবেনঃ
জীবাণু সার প্রয়োগের এক সপ্তাহের মধ্যে জমিতে কোনরকম রাসায়নিক সার বা ওষুধ প্রয়োগ করা যাবে না। অন্যথায় জমি বন্ধ্যা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।*
দানাদার ইউরিয়া নাকি ন্যানো ইউরিয়া, জীবাণু সার হিসেবে কোনটায় আস্থা রাখতে বলছে ইফকো?
কেন ব্যবহার করবেন ন্যানো ইউরিয়া?
যেহেতু পাতায় স্প্রে করা হয় তাই মাটিদূষণের কোন চিন্তা নেই।
নাইট্রেট আকারে মাটির নিচের জলস্তরের সঙ্গে মিশে জলদূষণ করে না।
দানাদার ইউরিয়ার মত নাইট্রাস অক্সাইড গ্যাস হিসেবে ওজন স্তরে মিশে যায় না। ফলে বিশ্ব উষ্ণায়নের প্রভাব থেকে নিশ্চিন্ত থাকা যায়।
সবচেয়ে বড় কথা, এর উৎপাদন খরচ অত্যন্ত কম। আর কম পরিমাণে বেশি জমিতে ব্যবহার করা যায়।*
বিগত কয়েক বছরে চাষের জমিতে নজরে এসেছে অভাবনীয় পরিবর্তন। বদলেছে চাষ পদ্ধতি। বদলেছে চাষের নানান প্রকৌশল। মান্ধাতার আমলের প্র্যাক্টিস ছেড়ে চাষিরা এখন অনেক বেশি সিস্টেম্যাটিক। তারা এখন প্রযুক্তি নির্ভর চাষে এবং প্ল্যানড প্রসেসে চাষ করতে বেশি আগ্রহী। কিন্তু এতকিছুর পরেও জমিতে সার প্রয়োগের বিষয়ে নানান সমস্যার মুখোমুখি হতে হয় চাষিভাইদের। যাদের মধ্যে অন্যতম হচ্ছে সারের ব্ল্যাকমার্কেটিং। আর এই ব্ল্যাকমার্কেটিং-এর বিষয়ে ইফকো কি প্রতিক্রিয়া দিচ্ছে, সেটা জানব আমাদের আগামী এপিসোডে।
বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ।