Agriculture news
আপনিও কি সারের কালোবাজারির শিকার? তার উপর কেন্দ্রের ভর্তুকি তুলে নেওয়ার সিদ্ধান্তে বিপদ নেমেছে আপনার জমিতেও? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য।
চাষিভাইদের অভিযোগ, বাজারে সারের ঘাটতটির কারণে কালোবাজারি বেড়েছে। এরইমধ্যে আবার কেন্দ্রের ভর্তুকি তুলে নেওয়ার সিদ্ধান্তে বেজায় বিপদে পড়েছেন চাষিভাইরা। বিশেষ করে এই শীতকাল মানে নতুন ফসল রোপণের মরশুমে সেই সমস্যাটা যেন আরও বেশি কঠিন করে তুলছে পরিস্থিতিকে। কিন্তু, দেশের লক্ষাধিক পরিবার যাদের রুজিরুটি বলতে এই কৃষিক্ষেত্র, তাদের কথা কি ভাবা হচ্ছে?
হয় উৎপাদন কমিয়ে ফেলতে হবে না হয় এই কালোবাজারিকে সমর্থন করতে হবে- চাষিভাইদের কাছে এই দুটো রাস্তাই খোলা রয়েছে বলতে পারেন। কিন্তু যে দেশের মোট জনসংখ্যার ১৫ শতাংশ মানুষ খাদ্য সংকটের শিকার, সেই দেশে ফসলের উৎপাদন কমিয়ে ফেলাটা কি সঠিক সিদ্ধান্ত হতে পারে? সুতরাং উপায় না দেখে চড়া দামে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষকবন্ধুরা। এই কালোবাজারির বিষয়ে ইফকো, বিশ্বের সবচেয়ে বড় সার উৎপাদক সংস্থা কী বলছে? শুনব সংস্থার ডিজিএম মিঃ স্বপন রায়ের মুখ থেকেই।
প্লেটঃ
তাহলে জেনে নিলেন তো যে,
মাটি কিন্তু সার বোঝে, ব্র্যান্ড বোঝে না। তাই বিশেষ ব্র্যান্ডের বিশেষ সার ব্যবহারের থেকেও জরুরী বিষয় হচ্ছে মাটিতে NPK-এর ব্যালেন্স মেন্টেন করা।
সারের কালবাজারির কারণে সবচেয়ে বেশি বিধ্বস্ত হন এদেশের চাষিভাইরাই। আর এই সারের ব্ল্যাকমার্কেটিং নিয়ে অভিযোগ বহুদিনের। আজ যেন বেশি দামে সার কেনাটা চাষিভাইদের অভ্যাস হয়ে গিয়েছে বলতে পারেন। কিন্তু এই বিষয়ে সবার আগে সচেতন হতে হবে আপনাদের সকলকে। সারের গুণগত মান বিচার করে, সঠিক জায়গা থেকে সার কিনতে পারলে, সমস্যা কিছুটা হলেও সমাধান করা যাবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ