Market

ভ্যাকসিন নেওয়া থাকলেই মিলবে বিমান সফরে ছাড়। মানুষদের আবার বিমান সফরে উদ্যোগী করাতে একইসঙ্গে টিকাকরণে উৎসাহ দিতে ইন্ডিগো নিয়ে এসেছে এই দুর্দান্ত অফার। বুধবার থেকে চালু হয়েছে এই ছাড়। নাম দেওয়া হয়েছে ভ্যাক্সিফেয়ার। সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, যারা করোনার ভ্যাকসিন নিয়েছেন, মূলত তাঁদেরকেই সংস্থার পক্ষ থেকে দেওয়া হবে এই বিশেষ অফার।
জানানো হয়েছে, যে সকল যাত্রীদের ইতিমধ্যেই টিকাকরণ হয়ে গিয়েছে, তাঁরা সফর ভাড়ার ওপর পাবেন ১০% ছাড়। তবে এই ছাড় যে শুধুমাত্র দু’বার টিকার ডোজ নেওয়া যাত্রীরা পাবেন এমন নয়। যে সকল যাত্রীদের প্রথম ডোজ হয়ে গিয়েছে তাঁরাও পাবেন ভ্যাক্সিফেয়ারের সুবিধা। তবে সেক্ষেত্রে ভ্যাকসিনেশনের শংসাপত্র থাকা অত্যন্ত জরুরি। এবং কোন যাত্রী যদি মিথ্যা কথা বলে এই ছাড়ের সুবিধা নিতে চান সেক্ষেত্রে সংস্থার পক্ষ থেকে নেওয়া হবে কড়া পদক্ষেপ। সংশ্লিষ্ট যাত্রীকে সমগ্র টিকিটের টাকা জরিমানা হিসেবে দিতে হবে। ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ এই সুবিধা পাবেন। শুধু থাকতে হবে টিকাকরণের শংসাপত্র।
ব্যুরো রিপোর্ট