Market
ভ্যাকসিন নেওয়া থাকলে বাড়তি সুদও পাবেন। এই নীতিই এখন আমজনতার মধ্যে ভ্যাকসিন নেবার ইচ্ছাকে বাড়িয়ে তুলছে কয়েক গুণ। সাধারণ মানুষকে ভ্যাকসিনের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এমন নিয়ম চালু করা হয়েছে। তবে বাড়তি সুদ পাওয়ার জন্য দেখাতে হবে ভ্যাকসিনেশনের সার্টিফিকেট।
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানান হয়েছে, ফিক্সড ডিপোজিটে বাড়তি সুদ দেওয়া হবে ০.২৫ শতাংশ। কিন্তু অতিরিক্ত সুদ তাঁরাই পাবেন যারা ভ্যাকসিনেশনের শংসাপত্র দেখাতে পারবেন ব্যাঙ্ককে। প্রবীণ নাগরিকদের জন্যও রাখা আছে বিশেষ সুবিধা। যাদের ১ হাজার ১১১ দিনের স্থায়ী আমানত রয়েছে তাঁরাও সুদ পাবেন ০.৫০ শতাংশ।
এছাড়া, ইউকো ব্যাঙ্কের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৯৯৯ দিনের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হারের ওপর দেওয়া হবে বাড়তি ৩০টি বেসিস পয়েন্ট। যার সময়সীমা বহাল থাকছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তবে ব্যাঙ্কের কাছে ভ্যাকসিন সার্টিফিকেট দেখানোটা জরুরি।
ব্যুরো রিপোর্ট