Market
সব প্রতীক্ষার অবসান। মে মাসের শুরুতেই বাজারে আইপিও নিয়ে হাজির হবে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি। সূত্রের খবর, মে মাসের ৪মে থেকে শুরু হবে কেনাবেচা। চলবে ৯মে পর্যন্ত। পাওয়া গিয়েছে সেবির অনুমোদন। যা বিনিয়োগকারীদের আশার পারদ অনেকটাই ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে।
তবে এখনো পর্যন্ত যেটুকু জানা গিয়েছে, প্রাথমিকভাবে বাজারে এলআইসির ৫% শেয়ার ছাড়ার কথা শোনা গেলেও, পরবর্তীতে ঠিক হয়েছে সংস্থার প্রথমবারের মত শেয়ার ছাড়তে চলেছে ৩.৫%। মোট ২২ কোটি শেয়ার সেক্ষেত্রে ছাড়া হবে বাজারে। আইপিও-র সাইজ হবে প্রায় ১০ হাজার কোটি টাকার মতন। দামের ক্ষেত্রেও দেওয়া হবে বিশেষ ডিসকাউন্ট। এমনিতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব বাজারে তৈরি হয়েছে ব্যপক টালমাটাল অবস্থা। শেয়ার বাজারও নামে চরম দোটানায়। আর যে কারণে এলআইসির আইপিও গত অর্থবর্ষে হাজির হওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি কেন্দ্রের তরফ থেকে।
এমনিতেই বিভিন্ন সংস্থাকে আগেই আইপিও ছাড়তে দেখা গিয়েছে সাফল্যের সঙ্গে। তার মধ্যে অন্যতম জোম্যাটো। যা আইপিও ছাড়ার প্রক্রিয়াকে যথেষ্ট জনপ্রিয় করে তুলেছিল। আবার এটাও ঠিক যে, পেটিএম কিন্তু আইপিও ছেড়ে সেই সাফল্য পায়নি। তবে যত যাই হোক। কেন্দ্র যখন থেকেই এলআইসির আইপিও ছাড়ার ঘোষণা করে, তারপর থেকেই এলআইসি নিয়ে মানুষের মধ্যে তৈরি হয় ব্যপক আগ্রহ। কবে আসবে এলআইসি-র আইপিও, এই নিয়ে শুরু হয় অনেক জল্পনা। অবশেষে দেখা যায়, সেই জল্পনাই সত্যি হতে চলেছে মে মাসের শুরুতেই।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ