Market
আর্থিক মন্দার কোপে পড়ছে চিন? লাভের মুখ দেখছে না চিনের একাধিক জনপ্রিয় সংস্থা? আর সেই কারণে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে বাধ্য হচ্ছে তারা? সম্প্রতি চাকরি ছাঁটাইয়ের খবরই কার্যত শোরগোল ফেলে দিয়েছে চিনে। জানা গিয়েছে, চিনের বিখ্যাত মোবাইল সংস্থা শাওমি এক ধাক্কায় চাকরি থেকে ছাঁটাই করছে ৯০০ জন কর্মীকে। তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে পিঙ্ক স্লিপ। তারপরেই বিশ্ব বাজারে বেশ হৈচৈ পড়ে গিয়েছে। তাহলে কি, আর্থিক মন্দার কারণেই শাওমির তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
জল্পনা যে কিছুটা হলেও সত্যি, সেটা সংস্থার বক্তব্য থেকে স্পষ্ট। শাওমির তরফ থেকে জানানো হয়েছে, সংস্থার নেট ইনকাম কমেছে প্রায় ৬৭% মতন। আর যে কারণেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে এই জনপ্রিয় মোবাইল সংস্থা। এমনিতেই চিনের আর্থিক পরিস্থিতি যে খুব একটা সুখকর নয়, সেটা আগেই জানা গিয়েছে। ঐ দেশের আবাসন ব্যবসা বড় রকম ধাক্কা খাওয়ায় সেটা বিশ্ব বাজারে বেশ আলোড়ন তুলে দিয়েছিল। তারই মধ্যে শাওমি নিজের কর্মীদের পিঙ্ক স্লিপ হাতে ধরানোয় আলোচনা শুরু হয়। চিনের দ্বিতীয় বৃহত্তম আবাসিক সংস্থা এভারগ্র্যান্ড দেউলিয়া হবার খবর পেতেই কার্যত বিশ্ব বাজারে তুমুল আলোড়ন তৈরি হয়েছিল। এরই মধ্যে শাওমির এই সিদ্ধান্ত ফের জল্পনা উসকে দিল, তাহলে কি চিনের অর্থনীতিও পড়তে চলেছে মন্দার কবলে?
ইতিমধ্যেই অ্যামাজন, ওয়ালমার্ট বা মাইক্রোসফটের মতন একাধিক বড় সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটে। অ্যামাজন বিশ্বব্যাপী ১ লক্ষ কর্মচারীকে ছাঁটাই করেছিল। মাইক্রোসফট ২০০ জন কর্মচারীকে ছাঁটাই করে দেয়। আমেরিকা সহ ইংল্যান্ড এবং ইউরোপের বেশ কিছু দেশে মুদ্রাস্ফীতি এখন চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। লাভের মুখ দেখতে না-পাওয়ায় বহু বড় বড় প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের কথা ভাবছে। এবার শাওমিও হাঁটল সেই পথে। তবে সেই প্রভাব ভারতের বাজারে পড়বে কিনা সেটা নিয়ে সন্দেহ দানা বাঁধছে। কারণ ভারতের বাজারে শাওমির প্রভাব রয়েছে ভালোরকম। প্রশ্ন উঠছে, শাওমির তরফ থেকে কর্মী ছাঁটাইয়ের মত পদক্ষেপ কি তাহলে ভারতে মোবাইল বিক্রির রাস্তা অনেকটাই আটকে দেবে? সেটা নিয়ে অবশ্য এখনো তেমন কোন সদুত্তর পাওয়া যায়নি। আপনার কি মনে হয় চিন কি সত্যিই আর্থিক মন্দার কবলে পড়ছে? মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ