Market

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার পর থেকেই রাশিয়ার উপর ক্ষতির বোঝা বাড়ছে। লোকসানের বোঝা বাড়ার অন্যতম কারণ পশ্চিমি দেশগুলোর নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনীতিকে সামাল দিতে রাশিয়া এখন ঝুঁকেছে কম দামে মিত্র দেশগুলোর কাছে জ্বালানি তেল বিক্রির জন্য। ইতিমধ্যেই, রাশিয়ার থেকে কম দামে তেল কেনা নিয়ে ভারতকে বিশ্বমঞ্চে বহু ঝড়-ঝাপটা সহ্য করতে হয়েছে। কিন্তু ভারতের অনড় মনোভাবের কাছে পিছু হটেছে ইউরোপ সহ আমেরিকাও। এবার রাশিয়া তেল বিক্রির জন্য অনুরোধ জানাল বাংলাদেশ সরকারকে। হাসিনা সরকারকে রাশিয়া জানিয়েছে, পরিশোধিত তেল কম দামে কিনুক বাংলাদেশ।
বাংলাদেশের কাছে পরিশোধিত তেল বিক্রির এই প্রস্তাব দিয়েছে রাশিয়ার অন্যতম প্রতিষ্ঠান রোসনেফট অয়েল কোম্পানি। যদিও এখনো পর্যন্ত জানা যায়নি, রাশিয়ার থেকে কত দামে এই তেল কিনবে বাংলাদেশ। তবে বিশ্ব বাজারে যেহেতু জ্বালানি তেলের দাম একটু নিচের দিকে তাই মনে করা হচ্ছে, রাশিয়ার এই প্রতিষ্ঠান থেকে কম দামেই তেল কিনবে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশে তেলের অগ্নিমূল্য আগের থেকে অনেকটাই কমবে। বর্তমানে বাংলাদেশে তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। কিন্তু এই পরিশোধন কেন্দ্রের পক্ষে রাশিয়ার অপরিশোধিত তেল পরিশোধনের ক্ষমতা নেই। কারণ, এই প্রতিষ্ঠানের পক্ষে তেল পরিশোধন করার ক্ষমতা বেশ সীমিত। আর যে কারণে বিপিসি বেশ কয়েকটি দেশ থেকে পরিশোধিত তেল আমদানি করে। যার মধ্যে রয়েছে ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চিন, ইন্দোনেশিয়া, আরব আমিরশাহি, কুয়েত এবং মালয়েশিয়া। সাধারণত অপরিশোধিত তেলের সঙ্গে ব্যারেল প্রতি প্রায় ২৪ ডলার যোগ করেই পরিশোধিত তেল বিক্রি করা হয় বাংলাদেশকে। সেক্ষেত্রে খরচাও অনেকটা বেশি পড়ে। তবে এই বিষয়ে বাংলাদেশ সরকার পিছিয়ে নেই। এই মুহূর্তে হাসিনা সরকার তেল পরিশোধনাগার তৈরির ভাবনা চিন্তা করছে।
এখন প্রশ্ন উঠছে, রাশিয়ার থেকে বাংলাদেশ যদি তেল কিনতে আগ্রহী হয় তাহলে বাংলাদেশকে আবার পশ্চিমি দুনিয়ার রোষের মুখে পড়তে হবে নাতো? আমেরিকার অবস্থানই বা সেক্ষেত্রে কোথায় থাকবে? এই বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে কোনরকম নিষেধাজ্ঞা পায়নি বাংলাদেশ। তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশ রাশিয়ার থেকে সস্তায় অপরিশোধিত তেল কিনতে পারবে। এক্ষেত্রে বাংলাদেশ উদাহরণ হিসেবে তুলে ধরেছে ভারতকেই। কারণ আমেরিকা ভারতের অন্যতম মিত্র দেশ। এছাড়াও রাশিয়া থেকে তেল কিনছে চিন, স্পেন, ইতালি, পোল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, বুলগেরিয়া বা গ্রিসের মতন একাধিক ইউরোপের দেশ। এখন রাশিয়ার থেকে তেল কিনে নিয়ে হাসিনা সরকার ঠিক কিরকম অবস্থান নেয়, সেটাই দেখার। আপনার কি মনে হয়? রাশিয়ার থেকে তেল কিনলে কি আদৌ বাংলাদেশে জ্বালানি তেলের দাম কমবে? জানান আমাদের কমেন্ট বক্সে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ