Prime
Daily
ত্রিশঙ্কু হলেই মমতা যোগ দেবেন বিজেপিতেঃ অধীর
By Business Prime News | April 9, 2021
WordPress database error: [Unknown column 'insertionMethod' in 'where clause']SELECT * FROM nex_xyz_ips_short_code WHERE insertionMethod = 1 AND status = 1
Daily
ভোটের ফলাফল ত্রিশঙ্কু হলে মমতা বন্দ্যোপাধ্যায় বি জে পি -র হাত ধরবেন, বললেন অধীর চৌধুরী। শুক্রবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি একথা বলেন। পাশাপাশি বহরমপুর সাংসদ অধীর চৌধুরী ১০০% আশাবাদী যে সংযুক্ত মোর্চাই সরকার গড়বে। তিনি হিমাচল প্রদেশের পুরভোটে বিজেপির ভরা ডুবি প্রসঙ্গও উল্লেখ করেন । পেট্রো পণ্যের পর সারের উপর ১.৫ গুন মূল্য বৃদ্ধি প্রসঙ্গেও তিনি বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন । তারকাদের নিয়ে তৃণমূল ও বিজেপির প্রচার প্রসঙ্গেও তিনি কটাক্ষ করেন ।
বহরমপুর থেকে কুশল শরিফের রিপোর্ট