Market

বড়সড় বদল আসতে চলেছে আইডিবিআই ব্যাঙ্ক পরিষেবায় গ্রাহকদের কথা খেয়াল রেখে ব্যাঙ্ক তাদের পরিষেবায় পরিবর্তন আনলেও সেই সম্পর্কে গ্রাহকেরা সচেতন না থাকলে পড়তে পারেন বিপদে।
ব্যাঙ্কের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ২০টির বেশি চেক লিভ ব্যবহার করলে এবার টাকা দিতে হবে। অতীতে ব্যাঙ্কটি ৫০টি পর্যন্ত চেক লিভ ব্যবহার করা যেত বিনামূল্যে। বর্তমানে নিখরচায় চেক লিভ ব্যবহারে সংকোচন করেছে ব্যাঙ্ক। মনে করা হচ্ছে, আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে এই নিয়ম কার্যকর হবে। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, এই ব্যাঙ্কে যে সকল গ্রাহকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের জন্য এই নিয়ম কার্যকর হবে না।
এছাড়াও টাকা রাখার পদ্ধতিতে বড়সড় বদল এনেছে আইডিবিআই। এতদিন পর্যন্ত গ্রাম এবং শহরতলির ব্রাঞ্চ গুলোতে টাকা রাখার ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টে মোট ৭ এবং ১০ বার টাকা জমা দেওয়া যেত। সেই সংখ্যা বর্তমানে কমে দাঁড়াচ্ছে ৫-এ। এবং সুপার সেভিংস অ্যাকাউন্টে ১০ ও ১২ বার নিখরচায় টাকা জমা দেওয়া সম্ভব হলেও বর্তমানে দেওয়া যাবে সর্বাধিক ৮ বার। এছাড়াও জানান হয়েছে, প্রবীণ নাগরিক যাদের জুবিলি প্লাস সিনিয়র সিটিজেন অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা আর কোনরকমভাবেই লকার রেন্ট পাবেন না।
ব্যুরো রিপোর্ট