Academy

আগামী বছরই অর্থাৎ ২০২৪ এই কি দশম শ্রেনীর স্টুডেন্টরা শেষ বারের মত আইসিএসই পরীক্ষা দিতে চলেছে? ২০২৫ এ কী আর থাকবে না দশম শ্রেনীর আইসিএসই পরীক্ষা? এমন কথাই শোনা গেল সিআইসিএসই বোর্ডের প্রধান সচিব জেরি অ্যারাথুনের মুখে।
সিআইসিএসই বোর্ডের অধীনে থাকা স্কুল গুলোতে জাতীয় শিক্ষানীতি (এন ই পি) চালু করা নিয়ে শুরু হয়েছে প্রশিক্ষন। সোমবার থেকে দেশের ৬০ টি সিআইসিএসই বোর্ডের স্কুলের অধ্যক্ষদের বিশেষ ট্রেনিং আরম্ভ হয়েছে কলকাতায়। ৫ দিন ধরে এই প্রশিক্ষন চলবে। এদিন এখানেই উপস্থিত হয়ে জেরি অ্যারাথুন বলেন যে আপাতত কেন্দ্রের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে ২০২৫ সালে এই পরীক্ষা হবে কি না। তবে তার কথা থেকে এই ইঙ্গিত স্পষ্ট যে ২০২৫ এ এই আইসিএসই পরীক্ষা অনিশ্চিত। স্কুলগুলোতে জাতীয় শিক্ষানীতির প্রয়োগ শুরু হলে, দশম শ্রেনীর পড়ুয়ারা শুধুমাত্র বার্ষিক পরীক্ষা দিয়েই একাদশ শ্রেনীতে উত্তীর্ণ হতে পারবে। তারা দ্বাদশ শ্রেনীতে প্রথম বোর্ড পরীক্ষা দেবে।
জেরি আরও জানিয়েছেন জে,২০২৫ থেকে শুধু দশম শ্রেনীর বোর্ড পরীক্ষা উঠে যাচ্ছে তাই নয়, ২০২৪ সাল থেকে এই পরীক্ষার মূল্যায়নের ক্ষেত্রেও আসছে কিছু পরিবর্তন। পরিবর্তন হচ্ছে প্রশ্নপত্রের ধরণেও। আইসিএসই এবং আইএসসি পরীক্ষার প্রত্যেকটি বিষয়ে ১০ নম্বরের ‘ ক্রিটিক্যাল থিঙ্কিং’ এর প্রশ্ন।
যদিও এই রাজ্যের সরকার এই শিক্ষানীতি মানতে বিরোধিতা করেছে। তাই ২০২৫ সাল থেকে এই পরীক্ষা হবে কিনা তা পুরোপুরি নির্ভর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ওপর। তাই এখন শুধু সময়ের অপেক্ষা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ