Daily

মারণ ভাইরাসের থাবায় কার্যত ধুঁকছে ভারত। সংক্রমণের তালিকাতেও রয়েছে শীর্ষে। এই পরিস্থিতিতে সংক্রমণে লাগাম টানতে আবারও লকডাউনের প্রস্তাব দিলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের প্রধান ডক্টর বলরাম ভার্গভ। জানালেন যে সকল জায়গায় সংক্রমণ ভয়াবহ আকার নিচ্ছে, সেখানে ৬-৮ সপ্তাহের লকডাউন জারি করা উচিত।
উল্লেখ্য কয়েকদিন আগে দেশে অতিমারির হাইজাম্প উদ্বিগ্ন রেখেছিল শীর্ষ আদালতকেও। প্রধান বিচারপতিরা কেন্দ্র এবং রাজ্যসরকারকে আবারও লকডাউনের ভাবনাচিন্তা করার পরামর্শ দেন। সেই একই সুর শোনা গেল ডা. ভার্গভের গলাতেও। তিনি জানালেন, যে সকল জেলাতে সংক্রমণের হার ১০ শতাংশের বেশি সেখানে লকডাউন ঘোষণা না করলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। তার মধ্যে রয়েছে নয়াদিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরু। যদিও আর্থিকভাবে বিধ্বস্ত ভারতকে আবারও লকডাউন করতে এখনই রাজি নয় মোদি সরকার।
ব্যুরো রিপোর্ট