Daily
আইসিএআর ক্রাইজ্যাফ- পাট এবং সমগোত্রীয় তন্তু চাষি এবং উৎপাদকদের সবেচেয়ে আস্থার জায়গা। পাট চাষিদের সার্বিক এবং আর্থিক উন্নয়ন নিয়ে যারা গবেষণা করে আসছে দীর্ঘদিন ধরে। আজ তাদের হাত ধরেই স্বীকৃত পাটের বিভিন্ন উন্নত প্রজাতি পৌঁছে যাচ্ছে কৃষকবন্ধুদের কাছে। পৌঁছে যাচ্ছে তাদের উৎপাদিত সার্টিফায়েড বীজও। একদিকে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া, উন্নত যন্ত্রপাতি প্রদান করা, বৈজ্ঞানিক চাষ পদ্ধতি নিয়ে সচেতন করা এবং অন্যদিকে চলে তাদের গবেষণা। সবটা মিলিয়ে বলতে পারেন, আজ তাদের জন্যেই বাংলার পাট চাষিরা নতুন করে স্বপ্ন দেখছেন। বাড়ছে পাট চাষে আগ্রহ। এগিয়ে চলেছে ন্যাচারাল ফাইবার ইন্ডাস্ট্রি।
গত ১৮ মার্চ বাংলার বিভিন্ন প্রান্তের পাট চাষিদের সঙ্গে আরও একবার একত্রিত হয়েছিল তারা। উদ্দেশ্য, ন্যাশনাল সিড ডে উদযাপন। পাট চাষের উন্নয়নে এবং উৎপাদনে উন্নত প্রজাতির বীজের গুরুত্ব বোঝাতেই এই সেমিনারের আয়োজন করে আইসিএআর ক্রাইজ্যাফ ব্যারাকপুর।
মাঠের সৈনিকদের সাহায্যও করতে আজ মাঠে এসেই কাজ করছেন ক্রাইজাফের বিজ্ঞানীরা। পাট দ্রুত পচানোর জন্য তাদের দেওয়া হয়েছে বিশেষ পাউডার। এর পাশাপাশি পাটের জমির পাশেই জলাশয় কেটে তাতে পাট ভেজানোর প্রযুক্তিও প্রদান করা হয়েছে পাট চাষিদের। ই পুকুর মিশ্র চাষের জন্যও মডেল। জলাশয় থাকলে পাটের মান ভালো হয়। সেই লক্ষ্যেই স্টোরেজ ট্যাংক তৈরি করে পাট ভেজানোর উপায় আবিষ্কৃত করেছে ক্রাইজাফ। পাট ও সমবর্গীয় তন্তু প্রক্রিয়াকরণেও নজর কেড়েছে কেন্দ্রীয় সংস্থাটি।
গ্লোবাল ওয়ার্মিং, বাড়তে থাকা জলস্তর, আবহাওয়ার খামখেয়ালীপনা এবং সবশেষে বাজারের দুর্দিন- কার্যত বিধ্বস্ত করে ফেলেছে চাষিভাইদের। সমীক্ষায় দেখা গিয়েছে, বাজারে ফসলের উপযুক্ত দাম না পেয়ে ২০২১ সালে ১০,৮৮১ জন কৃষক আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছেন। ভারতের এই খাদ্য পরিস্থিতিই এখন সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত শনিবার তাই দিল্লিতে মিলেট কনফারেন্সে যোগদান করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৩ সালকে নির্বাচিত করা হয় মিলেট বছর হিসেবে। মিলেট অর্থাৎ মোটা দানার জোয়ার বাজরা রাগী জাতীয় ফসল চাষের খরচ কম, এই ফসলগুলি রোদ, বৃষ্টি সহ্য করতে পারে। যেখানে বৃষ্টিপাত কম হয়, মাটি অনুর্বর সেখানেও এই মোটা দানার শস্যর ভালো ফলন আশা করা যায়। প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগ নাকি দেশের প্রায় ২.৫ কোটি কৃষকের কাছে বরদান হতে চলেছে। ক্রাইজ্যাফের অনুষ্ঠানে এই পুরো ইভেন্টটি ওয়েবকাস্ট করে দেখানোও হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য কৃষি আধিকারিক নারায়ণ শিকদার, জেলার সহকারী কৃষি আধিকারিক পাট বীজ দীপক বিশ্বাস,ক্রাইজাফ এর প্রধান বিজ্ঞানী ডক্টর সুব্রত সতপতি, প্রধান বিজ্ঞানী ডক্টর চন্দন সৌরভ কর, ডক্টর সব্যসাচী মিত্র, সুনীতিকুমার ঝা, প্রতীক সত্য, অসীম চক্রবর্তী, ডক্টর মানিক লাল রায় সহ আরও অনেকেই।
সুব্রত সরকার
বিজনেস প্রাইম নিউজ