Daily

আব্দুল হাই, বাঁকুড়াঃ তদন্ত চলছিল। একবার হাজিরও হয়েছিলেন জিজ্ঞাসা বাদ ও তদন্তের স্বার্থে । সাম্প্রতিক কালে রাজ্যের কয়লা পাচার কাণ্ড ও বেআইনি অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাঁকুড়া থানার ভারপ্রাপ্ত আই সি অশোক মিশ্রকে গ্রেফতার করা হল ।ঘটনাটি ঘটে রবিবার । কিছুদিন আগেই তিনি শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা করাতে দিল্লী যান । রবিবার ভোরে দিল্লীতে ই ডি আধিকারিকরা দীর্ঘ জেরার পর তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, দিল্লির আদালতে পেশ করার পর ট্রানজিট রিমান্ডে এরাজ্যে নিয়ে আসবেন ইডির তদন্তকারীদল ।উল্লেখ্য গ্রেপ্তার হওয়া বাঁকুড়া থানার আই সি গরু পাচার ও কয়লা কাণ্ডে যুক্ত থাকা বিনয় মিশ্রের আত্মীয়।