Jobs
ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন এর অন্তর্গত এবার ব্যাংকে চাকরির দুর্দান্ত সুযোগ। ৬০০০ এরও বেশি পদে নিয়োগ করছে আই.বি.পি.এস.। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ্ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক ও ইউকো ্ব্যাঙ্ক, মহারাষ্ট্র ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ‘ম্যানেজমেন্ট ট্রেনী’ ও ‘প্রবেশণারী অফিসার’ পদে ৬৪৩২ ছেলেমেয়ে নিয়োগ করছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২২ আগস্ট। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে।
বয়সঃ
বয়স হতে হবে ১-০৮-২২ এর হিসাবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
বিস্তারিত জানতে চোখ রাখুন অফিসিয়াল ওয়েব সাইটে www.ipbs.in