Jobs

৪১৩৫ পদে ব্যাংকে কর্মী নিয়োগ করার পথে আইবিপিএস। করোনা অতিমারির জেরে রাজ্যে নিম্নমুখী কর্মসংস্থানের গ্রাফ। কর্মী ছাঁটাই থেকে শুরু করে বেতন হ্রাস এখন অভ্যেসে পরিণত হয়েছে। আর এরই মাঝে ব্যাংকে চাকরির সুযোগ করে দিচ্ছে আইবিপিএস। ভারতের যেকোনো প্রান্ত থেকে আবেদন করা যাবে এই চাকরির জন্য।
আইবিপিএস তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যেমন ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইউকো ব্যাংক, পাঞ্জাব ন্যাশানাল ব্যাংক সহ আরও অন্যান্য ব্যাংকে ক্লার্ক পদে আবেদন করতে পারবেন ইচ্ছুক আবেদনকারীরা। আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৩০-র মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। আবেদনের শেষ তারিখ ১০ই নভেম্বর। আবেদন করা যাবে অনলাইনে। আইবিপিএস-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করতে হবে।
যেকোনো সরকারি শিক্ষাগত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করলেই এই পদে আবেদন করা যাবে। প্রিলিমিনারি এবং মেইনস, এই দুটি পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করবে আইবিপিএস। ২০২১ সালের ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আগামী ২০২২ সালের জানুয়ারী মাস নাগাদ প্রকাশিত হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া প্রধান পরীক্ষাটি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে অনলাইনে অনুষ্ঠিত হবে।
ব্যুরো রিপোর্ট