Daily
আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ। ইন্ডিয়ান এয়ার ফোর্স বা আইএএফ কিনতে চলেছে ১১৪টি ফাইটার জেট। যার মধ্যে ৯৬টি ফাইটার জেট তৈরি করা হয়েছে এই ভারতেই। বাকি ১৮টি আনা হবে ফরেন ভেন্ডরদের থেকে। ভারতে তৈরি এই ৯৬টি ফাইটার জেট কিনতে খরচ পড়বে ১.৫ লক্ষ কোটি টাকা। এই মাল্টিরোল ফাইটার এয়ারক্র্যাফট ইন্ডিয়ান এয়ার ফোর্স কিনতে চলেছে ‘বাই ইন্ডিয়া অ্যান্ড মেক ইন ইন্ডিয়া’ স্কিমের আন্ডারে।
এই স্কিমের আওতায় এসে ভারতীয় সংস্থাগুলি এই এয়ারক্র্যাফট তৈরি করার জন্য গাঁটছড়া বাঁধতে পারে বিদেশি সংস্থাগুলির সঙ্গে। গ্লোবাল এয়ারক্র্যাফট ম্যানুফ্যাকচারারস যেমন বোয়িং, লকহিড মার্টিন, এমআইজি’র মতন একাধিক সংস্থা টেন্ডার করার সময় অংশ নিতে পারে। মনে করা হচ্ছে, ভারতে তৈরি এই ফাইটার জেট নিঃসন্দেহে আকাশপথে ভারতকে নিজের ক্ষমতা বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করবে।