Market

খুব শীঘ্রই টাটাদের হাত ধরে ভারতের মাটিতে তৈরি হতে চলেছে আই ফোন | টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী আগস্টেই এই ব্যাপারে চুক্তি স্বাক্ষর করতে পারে টাটা গ্রুপ – অর্থাৎ প্রথম কোন স্থানীয় কোম্পানি আই ফোন তৈরি করতে এগিয়ে আসছে।
জানা গেছে, উইসট্রন,ভারতে আই ফোন তৈরির ব্যবসা থেকে বেরিয়ে আসতে চাইছে।। কর্ণাটকে এই উইসট্রনকোম্পানির যে কারখানা আছে তা গ্রহন করতে পারে টাটা, যার সম্ভাব্য মূল্য ৬০০ মিলিয়য়ন ডলারের বেশি। তবে টাটা বা উইসট্রনকেউই সংবাদ মাধ্যমের কাছে এই ব্যাপারে কোন তথ্য প্রকাশ করেনি। এই খবর সত্যি হলে খুব তাড়াতাড়ি দেশীয় আই ফোন পেতে চলেছে দেশের মানুষ।
দেশের মাটিতে আই ফোন তৈরি হলে সবথেকে বড় যে সুবিধাটি পাওয়া যাবে তা হল এই ফোন এর মূল্য নিশ্চিত ভাবে কমবে। কারণ এই ফোন যেহেতু দেশেই তৈরি হবে ফলে ব্যবসায়ীদের এর জন্য আর আমদানি শুল্ক দিতে হবে না। আর দাম কমলে চাহিদাও বাড়বে। ফলে উৎপাদনও বাড়বে। এতে একদিকে যেমন গ্রাহকদেরও সুবিধা হবে, যা এতদিন সাধারণ মানুষের সাধ্যের বাইরে ছিল তা তাদের সাধ্যের মধ্যে আসবে অন্যদিকে বিক্রি বাড়লে উৎপাদক সংস্থাও লাভমান হবেন। আর এতে করে যে দেশের অর্থনীতি উন্নত হবে তা বলার অপেক্ষা রাখেনা। এখন শুধু অপেক্ষা সেই মুহূর্তের যখন টাটা এই সুখবর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ