Market

পড়তির দিকে হায়াত মুম্বই-এর শেয়ার। শেয়ার পড়েছে এশিয়ান হোটেলস (ওয়েস্ট) -এরও। শেয়ার বাজারে এশিয়ান হোটেলসের এত বড় ধ্বস নামল ১৫ মাস পর।
উল্লেখ্য, আমেরিকান হসপিটালিটি কোম্পানি হায়াত মুম্বই-এর প্রপার্টিগুলো এশিয়ান হোটেলের হয়েই চুক্তিভিত্তিক দেখাশোনা করে। কিন্তু হায়াত রিজেন্সির কর্তৃপক্ষ তার কর্মচারীদের জানিয়েছে, এই মুহূর্তে কোনরকম অর্থনৈতিক সহায়তা এশিয়ান হোটেলের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে না।
এই বছরের ক্যালেন্ডারের দিকে নজর রাখলে দেখা যাবে, ২০২১ সালে শেয়ারের পতন হয় ১৯.৪%। এক বছরের মধ্যে যার পতন হয় ১৭% এবং তিন বছরে পতন হয় ৩৩%। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করা হচ্ছে, গোটা দেশ জুড়েই মার খেয়েছে হোটেল ব্যবসা। সুতরাং শেয়ারের অঙ্ক নেমে যাওয়ার মধ্যে খুব একটা অবিশ্বাস্য কিছু নেই। তবে, ২০২২-২০২৩ অর্থবর্ষে নিশ্চয়ই স্বমেজাজে ফিরবে হোটেল।
ব্যুরো রিপোর্ট