Daily

নুরপুর ঘোষপাড়া গ্রামে বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃতদেহ উদ্ধার করা হয় । সোমবার সন্ধ্যা নাগাদ এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলো মুর্শিদাবাদের সুতি থানার নুরপুর ঘোষপাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম শ্রীমন্ত সিংহ(২৮), ববিতা দাস(২৩) ও শ্রীমতি সিংহ(১ মাস)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে পাঠিয়েছে।
অন্যদিকে মৃত ওই গৃহবধূর বাবার দাবি, জামাই ও মেয়েকে অত্যাচার করতো শ্বশুর বাড়ির লোকজন। রবিবার রাতে তারাই খুন করেছে তিনজনকে। আমরা সোমবার দুপুরে বিষয়টি জানতে পারার পরেই পুলিশ কে খবর দিই। পুলিশ বিকেল নাগাদ বন্ধ ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সঞ্জয় চৌধুরী, ফরাক্কা