Daily

পারিবারিক অশান্তির জেরে অসময়েই শেষ হয়ে গেল ৩ মাসের দাম্পত্য জীবন। স্ত্রীকে খুন করে দাম্পত্য জীবনের ইতি টানলেন স্বামী বাবু শেখ।এখানেই থেমে থাকেননি তিনি।দেহ লোপাট করতে বস্তাবন্দী করে স্ত্রীয়ের দেহ তুলে দিয়েছেন গোয়ালঘরের মাচায় যেন কেউ কিচ্ছুটি টের না পায়। তবু শেষ রক্ষা হল কোথায়?
বৃহস্পতিবার রাতে সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় প্রতিবেশীদের সংশয়ের মুখে পড়ে গৃহস্বামী। এরপর পুলিশে খবর দেওয়া হলে তাঁরা এসে মৃতদেহটি উদ্ধার করে।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কাইগ্রাম এলাকায়। জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত দিন দুই আগে।কাইগ্রামের বছর আঠারোর ফুলকলি খাতুন ও বাবু শেখের মাত্র তিন মাসের দাম্পত্যে প্রায়ই ঝগড়ঝাঁটি, অশান্তি লেগেই থাকত বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তার জেরেই এমন মর্মান্তিক ঘটনা বলে অনুমান করছে পুলিশ।তবে পুলিশ প্রাথমিক তদন্তে জানায়, আগেই সে স্ত্রীকে পরিকল্পনামাফিক খুন করে দেহ লোপাটের ব্যবস্থা করেছিল।
মন্তেশ্বর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃত দেহ পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজে ।যদিও এই মৃত্যু কি কারনে তা খতিয়ে দেখছে মন্তেশ্বর থানার পুলিশ ।
পাপাই সরকার,পূর্ব বর্ধমান ।