Market

দেশের শেয়ার বাজারে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তাঁর হাত দিয়েই নাকি শেয়ার বাজারে ফলত সোনা। তিনিই ছিলেন শেয়ার বাজারের বিগ বুল বা ওয়ারেন বাফে অফ ইন্ডিয়া। তিনি রাকেশ ঝুনঝুনওয়ালা। ৬২ বছর বয়সে গত রবিবার যার দৌড় চিরতরে থমকে গেল। তাঁর আকস্মিক মৃত্যু দালাল স্ট্রিটে নামিয়েছে শোকের ছায়া। এখন বর্তমানে রাকেশ ঝুনঝুনওয়ালার শেয়ারের পরিমাণ রয়েছে ৪০০ কোটি ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকা। মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে যার যাত্রা শুরু হয়েছিল, আজ শেয়ার বাজারে রয়েছে এই ৪০ হাজার কোটি টাকার শেয়ার। স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হচ্ছে, বিগ বুলের এই আকস্মিক মৃত্যুর কারণে তাঁর এই বিপুল শেয়ারের কি হবে? একইসঙ্গে প্রশ্ন উঠছে, তাঁর স্বপ্নের উড়ান সংস্থা আকাশা এয়ারের ভবিষ্যৎ নিয়েও।
এখানেই জানিয়ে রাখি, রাকেশ ঝুনঝুনওয়ালা এবং তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালার সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে টাইটানে। টাইটানে তিনি বিনিয়োগ করেছিলেন প্রায় ৭ হাজার ২৯৫ কোটি টাকা মতন। প্রথম থেকেই টাটার উপরে রাকেশ ঝুনঝুনওয়ালার বিনিয়োগ নিয়ে ছিল অগাধ বিশ্বাস। আর যে কারণে টাটা মোটরসে তিনি বিনিয়োগ করেছিলেন ভালোরকম। ব্লুমবার্গের একটি তথ্য থেকে জানা গিয়েছে, রাকেশ ঝুনঝুনওয়ালা তাঁর বিনিয়োগের এক তৃতীয়াংশ রেখেছেন টাইটানে। এছাড়াও স্টার হেলথ, নজারা টেকনোলজির মতন একাধিক সংস্থায় তিনি ভালোরকম বিনিয়োগ করেছিলেন। তাঁর বিনিয়োগ যে দেশের শেয়ার বাজারে বড় রকম প্রভাব ফেলত, সেই কথা অস্বীকারের কোন জায়গা নেই। তাহলে এখন? নিয়ম অনুযায়ী, কোন গেজেটেড অফিসারকে দিয়ে যদি মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট অ্যাটেস্ট করানো হয়, সেক্ষেত্রে স্টক বা শেয়ারগুলি যেতে পারে নমিনির কাছে। এছাড়াও প্রশ্ন উঠেছে রাকেশ ঝুনঝুনওয়ালার স্বপ্নের সংস্থা আকাশা এয়ারের ভবিষ্যৎ নিয়েও।
স্বপ্নের উড়ান দেওয়ার এক সপ্তাহের মধ্যে কর্ণধারের মৃত্যু কোন সংস্থার জন্য নিঃসন্দেহে অনিশ্চয়তাকেই ঠেলে নিয়ে আসে সামনের সারিতে। কারণ পরিষেবা শুরুর এক সপ্তাহের মধ্যেই মৃত্যু হয় তাঁর। আকাশা এয়ার নিয়ে রাকেশ ঝুনঝুনওয়ালার লক্ষ্য ছিল কম খরচে যাত্রীদের নির্ঝঞ্ঝাট বিমান পরিষেবা দেওয়ার। আর যে কারণে বেসরকারি এই উড়ান সংস্থা নিয়ে তৈরি হয়েছে বেশ কিছু প্রশ্ন। আকাশা এয়ারলাইন্সের সিইও অবশ্য জানিয়েছেন, বিশ্বমানের এয়ারলাইন তৈরি করার লক্ষ্য নিয়েছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। আর সেই ঐতিহ্যকে বহাল রেখেই বিশ্বমানের পরিষেবা দিয়ে ভারতের আকাশপথে নিজেদের ব্র্যান্ডভ্যালু প্রতিষ্ঠিত করতে অটল থাকবে আকাশা এয়ার। যদিও প্রশ্ন উঠছে, আর্থিকভাবে আকাশা এয়ারকে সবরকম সাপোর্ট দিচ্ছিলেন বিগ বুল নিজেই। স্বাভাবিকভাবেই, রাকেশ ঝুনঝুনওয়ালার আকস্মিক মৃত্যু সেই প্রশ্নটাই জোরালো করে ছেড়ে দিল।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ