Market

করোনার ধাক্কা সামলে উঠছে দেশের অর্থনীতি। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে ক্যাশ, কার্ড বা ইউপিআই-এর মত প্রতিটি পেমেন্ট মোডে। দেশের বাণিজ্য ক্ষেত্র আবার চাঙ্গা হয়ে উঠছে। করোনার দ্বিতীয় ঢেউ এর কারণে এপ্রিল-মে মাসে ব্যবসা কার্যত পঙ্গু হয়ে পড়ে। কিন্তু জুন মাসে বাণিজ্যের পালে লেগেছে হাওয়া। ফলে লেনদেন ক্রমশই বাড়ছে। এমনই তথ্য দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
সূত্রের খবর, জুন মাসে ইউপিআই এর মাধ্যমে পেমেন্টের গ্রোথ এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ১২.৩%। অন্যদিকে ডেবিট কার্ডের ব্যবহার বেড়েছে ১২.৭% এবং ক্রেডিট কার্ডের ১৮.৬%। শুধু ডিজিটাল পেমেন্ট বা নেট ব্যাঙ্কিং নয়, ফিজিক্যাল পয়েন্ট অফ সেল বা পিওএস অর্থাৎ ক্যাশের মাধ্যমে পণ্য কেনা বেচার অঙ্ক বেড়েছে অনেকটাই চলতি বছরে যা ব্যবসায়ীদের মুখে আবারও চওড়া করছে হাসি। এই অর্থবর্ষে জুন মাসই বিক্রেতাদের জন্য আপাতত সবচেয়ে স্বস্তির মাস। অবশ্য চলতি বছরের মার্চ মাসেও দেশের ব্যবসা বাণিজ্য যথেষ্ট মজবুত হচ্ছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ প্রথমের থেকেও আরও ভয়াবহ হয়ে আসার কারণে থমকে যায় অর্থনীতির চাকা। কারণ রাজ্যে রাজ্যে জারি হয় লকডাউন। তবে বর্তমানে সংক্রমণ কমছে অনেকটাই। করোনার গ্রাফও বেশ নিম্নমুখী। আর সেই কারণেই বাণিজ্য মহলে আসছে জোয়ার। তারই প্রভাব পড়েছে পেমেন্ট মোডে।
ব্যুরো রিপোর্ট