Market
অতিমারির কারণে দেশের অর্থনীতির কঙ্কালসার চেহারাটা ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রত্যেকে। কাজ হারিয়েছেন একের পর এক মানুষ। বেকারত্ব পৌঁছে গিয়েছে চরম সীমায়। তারই মধ্যে এবার প্রকাশ্যে এলো চমকে দেবার মত তথ্য। সমীক্ষা থেকে জানা গিয়েছে, বেকারত্বের কোপে সবচেয়ে বেশি পড়েছেন মহিলারা। যাদের অধিকাংশই নিম্নবিত্ত বা নিম্নমধ্যবিত্ত পরিবারের।
সমীক্ষা থেকে জানা গিয়েছে, দেশের অধিকাংশ নিম্নমধ্যবিত্ত মহিলা যারা কাজ হারিয়েছেন, এখন দুবেলা খাবার জোগানোর মত পয়সাটুকুও নেই। এমনকি কাজ হারানোর পরে দ্বিতীয়বার কাজে ফিরে আসার রাস্তাও তাঁদের একপ্রকার বন্ধ হয়ে গিয়েছে। আর শুধু আর্থিক দিক থেকেই নয়। মহিলাদের স্বাস্থ্যও ভেঙে পড়েছে অনেকটাই। জানা গিয়েছে, ১৬% নিম্নমধ্যবিত্ত মহিলা স্যানিটারি ন্যাপকিন কেনার সামর্থ্যটুকুও হারিয়ে ফেলেছেন। নেই কাজ, নেই মাথার ওপর ছাদ। সবমিলিয়ে এক কঠিন সময়ের মধ্যে নিম্নবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত মহিলারা।
কাজ হারানোর দিক থেকে তো মহিলারা এগিয়ে আছেনই। কিন্তু কাজ হারানোর কারণে কত শতাংশ মহিলাকে বেকারত্ব গ্রাস করেছে? জানা গিয়েছে, অতিমারির থাবায় ২৮% মহিলা আজ একেবারে বেকার। এমনকি বেগার খাটার দিক থেকেও পুরুষদের পিছনের সারিতে ফেলে দিয়েছেন মহিলারা। জানা গিয়েছে, ৪১% মহিলা বিনা পারিশ্রমিকে খেটে গিয়েছেন। সবমিলিয়ে নিম্নবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত মহিলাদের জীবনে নেমে এসেছে এক বড় অন্ধকার। অতিমারির মারণ কামড়ে দেশের এক বড় অংশের নিম্নবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত মহিলাদের জীবনে এখন শুধুই খেলা করছে অনিশ্চয়তা।
ব্যুরো রিপোর্ট